আলিপুরদুয়ার: হুগলি থেকে উত্তর ২৪ পরগনা, একুশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) একাধিক তৃণমূলত্যাগীকে প্রার্থী করেছে বিজেপি (BJP)। যা নিয়ে বিক্ষোভ শুরু করেছেন আদি বিজেপি নেতা-কর্মীরা। একইভাবে বিজেপির প্রার্থী ঘোষণার পর পরই আলিপুরদুয়ারে শুরু হয়েছে কর্মীদের বিক্ষোভ। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ শোনা গেল স্বয়ং বিজেপির জেলা সভাপতির মুখেও।
আলিপুরদুয়ার জেলায় বিজেপির প্রার্থী নিয়ে প্রকাশ্যে তুমুল ক্ষোভ’ জানালেন আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। গঙ্গাপ্রসাদের দাবি, তাঁর পরামর্শকে পাত্তা না দিয়ে আলিপুরদুয়ার ও কালচিনি বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঠিক করে ফেলেছে দল। রীতিমতো সাংবাদিক বৈঠক করে তিনি এমন কথাই জানিয়েছেন। মাত্র দু’দিন আগে বিজেপিতে যোগ দেওয়া বিশাল লামাকে কেন কালচিনি বিধানসভার প্রার্থী করা হয়েছে তা নিয়েও ক্ষোভ উগরে দেন তিনি। গঙ্গাপ্রসাদ যোগ করেন, আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে যাকে সেই অশোক লাহিড়িকে এলাকায় কেউ চেনেন না। কোন জনসংযোগই নেই তাঁর।
এদিন রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিজেপি জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মার বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন বহু বিজেপি কর্মী। একদিন সময় চেয়ে ক্ষুব্ধ কর্মীদের আশ্বস্তও করেন জেলা সভাপতি। টানা দেড় ঘন্টা বিক্ষোভ চলার পর তাঁর কথায় আশ্বস্ত হয়ে ফিরে যান কর্মীরা।
জানা গিয়েছে,কালচিনিতে বিজেপির প্রার্থীর দৌড়ে ছিলেন অসীম পাখরিন, উইলসন চম্পামারী। কিন্তু তাঁদের কাউকেই টিকিট না দিয়ে প্রার্থী করা হয়েছে বিশাল লামাকে। বিশাল মাত্র দু’দিন আগেই গোর্খা জনমুক্তি মোর্চা ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন। ফলে প্রার্থী নিয়ে অসন্তোষ চরমে কালচিনিতে। আর আলিপুরদুয়ারে যে অশোক লাহিড়ীকে প্রার্থী করা হয়েছে তাঁকে কেউ চেনেন না বলে সাফ জানিয়েছেন বিজেপি জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। সব মিলিয়ে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়েছে।