৪৮ ঘণ্টার মধ্যে হেস্তনেস্ত করবেন জিতেন্দ্র

ঋদ্ধীশ দত্ত |

Dec 29, 2020 | 11:01 PM

বিজেপির সাংগঠনিক বৈঠক চলতে থাকা কলকাতা বাইপাসের ধারে পাঁচতারা হোটেল থেকে বেরিয়ে আসতে দেখা যায় সস্ত্রীক জিতেন্দ্র তিওয়ারিকে

৪৮ ঘণ্টার মধ্যে হেস্তনেস্ত করবেন জিতেন্দ্র
জিতেন্দ্র তিওয়ারি, ফাইল চিত্র

Follow Us

আসানসোল: কলকাতার বাইপাসে পাঁচতারা হোটেল বিতর্কের জবাব দিলেন জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। ফেসবুক ও টুইট হ্যান্ডেলে জানিয়ে দিলেন, দিদির সঙ্গেই রয়েছেন। ৪৮ ঘণ্টা পর সক্রিয়ভাবে দলের জন্য নামবেন।

বিজেপির সাংগঠনিক বৈঠক চলতে থাকা কলকাতা বাইপাসের ধারে পাঁচতারা হোটেল থেকে বেরিয়ে আসতে দেখা যায় সস্ত্রীক জিতেন্দ্র তিওয়ারিকে। বিজেপির সাংগঠনিক বৈঠকে তাঁর উপস্থিতি নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাব দেন, “দিন ছয়েক ধরে অনেক টেনশন গিয়েছে। স্ত্রী ও কন্যাকে নিয়ে খেতে এসেছিলাম। দুপুরেই টেবিল বুক করেছিলাম। বিজেপির বৈঠক সম্পর্কে কিছুই জানি না” বলেছিলেন জিতেন্দ্র তেওয়ারি।

এই ঘটনার পরেই সোমবার রাতেই গুজব রটে যায়, হয়তো বিজেপিতে যোগ দেবেন জিতেন্দ্র। কিন্তু মঙ্গলবার জল্পনায় ফের জল ঢাললেন তিনি। ফেসবুক পোস্ট ও টুইট হ্যান্ডেলে জানিয়ে দেন, দিদির সঙ্গেই তিনি রয়েছেন। ৪৮ ঘণ্টা পর তৃণমূলের শক্তি বৃদ্ধি করতে সক্রিয়ভাবে নামছি”। পাশাপাশি জানান, বিজেপির সঙ্গে তাঁর নাম যোগ করে দেওয়ার যে চেষ্টা হচ্ছে তাতে তিনি মর্মাহত।

ঘটনা হচ্ছে, সোমবার রাতে কলকাতার বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে বিজেপির বৈঠক চলছিল। দিলীপ ঘোষ, মুকুল রায়-সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন সেই বৈঠকে। আর সেখানেই স্ত্রী মেয়ে নিয়ে ডিনারে হাজির ছিলেন জিতেন্দ্র তিওয়ারি! এই ঘটনা কিছুটা কাকতালীয় বটে। ফলে সোমবার রাতে জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে।

Next Article