Ashok Dinda Covid Positive: করোনা আক্রান্ত অশোক দিন্দা, রয়েছে মৃদু উপসর্গ

Ashok Dinda: আপাতত বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন তিনি।

Ashok Dinda Covid Positive: করোনা আক্রান্ত অশোক দিন্দা, রয়েছে মৃদু উপসর্গ
অশোক দিন্দা করোনা পজ়েটিভ (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 05, 2022 | 4:50 PM

পূর্ব মেদিনীপুর: করোনা (Corona) আক্রান্ত ময়নার বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি।

গত কিছুদিন ধরেই কলকাতার বাড়িতে থাকার সময় ওনার শারীরিক কিছু উপসর্গ লক্ষ্য করা যায়। এরপর বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকের পরামর্শ নেন তিনি। পরে শারীরিক উপসর্গ দেখে করোনার নমুনা পরীক্ষা করান তিনি। সেই পরীক্ষায় কোভিড রিপোর্ট পজ়েটিভ আসে তাঁর।

বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কলকাতার বাড়িতেই রয়েছেন তিনি। যদিও, ওনার পারিষদদের টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে বলেই সূত্রের খবর। তবে বিধায়কের কোভিডের কোন ভ্যারিয়েন্ট ওমিক্রম, না ডেল্টা বা ডেল্টা প্লাস তা এখনও জানা যায়নি। তবে জানা গিছে মৃদু রূপেই দেখা দিয়েছে করোনা।

প্রসঙ্গত, বেড়েছে সংক্রমণ। হু-হু করে গোটা দেশের পাশাপাশি রাজ্যেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। এর মধ্যে একাধিক বিশিষ্ট ব্যক্তির করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বস, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল প্রমুখ। তবে, করোনাকে বশে আনতে ফের তৎপর হয়েছে রাজ্য সরকার। আগামী ১৫ তারিখ পর্যন্ত আংশিক লকডাউন করা হয়েছে। লাঘু হয়েছে একাধিক নিয়মবিধি।

রাত ১০টা পর্যন্ত লোকাল ট্রেন চলাচল করবে। আর ট্রেন চালানো হবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে। একই সঙ্গে সোমবার ৩ জানুয়ারি থেকে ফের বন্ধ হচ্ছে স্কুল-কলেজের দরজা।

সুইমিং পুল, স্পা, জিম, বিউটি পার্লার বন্ধ থাকবে ৩ জানুয়ারি থেকে। ট্যুরিস্ট স্পট বন্ধ থাকছে ফের। তবে শপিং মল, মার্কেট কমপ্লেক্স খোলা থাকবে ৫০ শতাংশ মানুষ নিয়ে। রাত দশটার পর বন্ধ থাকবে শপিং মল, সিনেমা হল। দোকানে বাজারে বেরলে মুখে মাস্ক থাকতেই হবে। না হলে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন। দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট বাজার কর্তৃপক্ষেরও। রাত্রিকালীন বিধিনিষেধ জারি হবে রাত ১০টা থেকে, চলবে পরদিন ভোর ৫টা পর্যন্ত।

তবে বন্ধ হচ্ছে না দুয়ারে সরকার কর্মসূচি। আগামী ১ ফেব্রুয়ারি থেকে চালু হবে এই নিয়ম। শনিবারই ঘোষণা করা হয়েছিল, জানুয়ারিতে স্থগিত থাকছে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। যে কর্মসূচি রবিবার ২ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল। স্বভাবতই দুয়ারে সরকার স্থগিত হওয়ায় বিভিন্ন প্রশ্ন উঠছিল নানা মহলে।

আরও পড়ুন: Municipal Elections 2022: করোনা পরিস্থিতিতে চার পুরসভার ভোট পিছনো হোক, আর্জি হাইকোর্টে

আরও পড়ুন: HS Form Fill-up: উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপে মানতে হবে করোনা বিধি, একসঙ্গে ১০ জনের বেশি পড়ুয়া স্কুলে নয়