Assembly Election Results 2021 Date: অপেক্ষা আর একদিনের, বাংলার মসনদে কে? জানবেন রাজ্যবাসী

ঋদ্ধীশ দত্ত |

Apr 30, 2021 | 4:05 PM

Assembly Election Results 2021 Date, Time: শুধু পশ্চিমবঙ্গ নয়, এর পাশাপাশি আরও তিন রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা ভোটের গণনাও হবে একই দিন।

Assembly Election Results 2021 Date: অপেক্ষা আর একদিনের, বাংলার মসনদে কে? জানবেন রাজ্যবাসী
ছবি- টুইটার

Follow Us

কলকাতা: টানা ১ মাস ২০ দিনের ভোটযাত্রা শেষ হয়েছে প্রায় ২৪ ঘণ্টা আগে। তার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ্যে এসেছে এগজিট পোল। বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস, ঘাসফুল ও পদ্মফুলের মধ্যে হাড্ডাহাড্ডা লড়াই হবে। কিন্তু পাল্লার একটা দিক যে সামান্য হলেও তৃণমূলের দিকে ঝুঁকে রয়েছে, সেই ইঙ্গিতও হয়েছে স্পষ্ট। এই অবস্থায় আগামী ২ মে প্রকাশ্যে আসতে চলেছে বিধানসভা নির্বাচনের ফলাফল। শুধু পশ্চিমবঙ্গ নয়, এর পাশাপাশি আরও তিন রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা ভোটের গণনাও হবে একই দিন।

গত সাত দশকের নির্বাচনী ইতিহাসে প্রথমবার বাংলার ভোট অনুষ্ঠিত হয়েছে আট দফায়। এই রাজ্যের ভোটে রাজনৈতিক হিংসার কথা মাথায় রেখে শান্তিপূর্ণ নির্বাচন করতেই এই পদক্ষেপ, ভোটের নির্ঘণ্ট ঘোষণার সময় এমনটাই পরিষ্কার করে জানিয়েছিল নির্বাচন কমিশন। ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণ করতে নজিরবিহীনভাবে ১০০০ কোম্পানির বেশি কেন্দ্রীয় আধাসেনা বাহিনীর সদস্যরা এসেছিলেন বঙ্গে। সেই মতো গত ২৭ মার্চ থেকে প্রথম দফা ভোট শুরু হয়ে ২৯ এপ্রিল পর্যন্ত চলে ভোট।

আপাতভাবে শান্তিপূর্ণভাবেই মিটেছে আট দফার ভোট। কিন্তু, চতুর্থ দফার ভোটে এসেই খেতে হয় হোঁচট। কোচবিহারের শীতলকুচির ১২৬ নম্বর বুথে অপ্রীতিকর ঘটনার জেরে কেন্দ্রীয় আধাসেনা বাহিনীকে গুলি চালাতে হয়। সেই ঘটনায় চারজনের মৃত্যু হয়। এরপর ষষ্ঠ দফার ভোটে উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রের রনঘাট গ্রামে গুলি চালায় রাজ্য পুলিশ। সেই ঘটনায় দুই গ্রামবাসী গুলিবিদ্ধ হলেও প্রাণে বেঁচে যান। এ বাদে বড় ধরনের কোনও অশান্তির ঘটনা আট দফার ভোটে ঘটেনি।

এ বার অপেক্ষা আর ৩৬ ঘণ্টার। রবিবার সকালে ভোরের আলো ফোটার পরই সকাল সাতটা থেকে গোটা রাজ্য জুড়ে শুরু হয়ে যাবে ভোটের গণনা। বাংলার ২৯৪ টি আসনের মধ্যে জঙ্গিপুর ও শামসেরগঞ্জের প্রার্থীর মৃত্যু হওয়ার জন্য সেখানে নির্বাচন স্থগিত ছিল। ফলে ২৯২ টি আসনেরই ফলাফল প্রকাশ্যে আসবে আগামী ২ মে। আপাতত রাজ্যবাসীর নজর ওই ২ মে-র দিকে।

Next Article