Bankura: জন্মদিনের পার্টি থেকে আর বাড়ি ফেরা হল না ক্লাস টেনের অরিজিতের, শোকের ছায়া এলাকায়

Hirak Mukherjee | Edited By: জয়দীপ দাস

May 29, 2024 | 9:53 PM

Bankura: বন্ধুরা বাঁচানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। কিছু বন্ধু যখন অরিজিতকে বাঁচানোর চেষ্টা করছে তখন অন্য বন্ধুরা ছুটে গিয়ে খবর দেয় বাড়িতে। খবর পাওয়া মাত্রই বাঁধের কাছে ছুটে আসেন পরিবারের লোকজন। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারাও।

Bankura: জন্মদিনের পার্টি থেকে আর বাড়ি ফেরা হল না ক্লাস টেনের অরিজিতের, শোকের ছায়া এলাকায়
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

বাঁকুড়া: জন্মদিনের পার্টি করে আর ফেরা হল না বাড়ি। লাল বাঁধের জলে ডুবে মৃত্যু হল দশম শ্রেণীর ছাত্রের। মৃত ছাত্রের নাম অরিজিৎ কুন্ডুর (১৫)। বাড়ি বিষ্ণুপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের গোপালগঞ্জের ষষ্ঠী বটতলায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অরিজিৎ এদিন কয়েকজন বন্ধু মিলে লাল বাঁধ সংলগ্ন এলাকায় এক বন্ধুর জন্মদিনের পার্টিতে যায়। পার্টি শেষে লাল বাঁধের জলে বন্ধুদের সঙ্গে স্নান করতে যায় অরিজিৎ। আর তখনই ঘটে বিপত্তি। আচমকা ডুবে যায় জলে।

বন্ধুরা বাঁচানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। কিছু বন্ধু যখন অরিজিতকে বাঁচানোর চেষ্টা করছে তখন অন্য বন্ধুরা ছুটে গিয়ে খবর দেয় বাড়িতে। খবর পাওয়া মাত্রই বাঁধের কাছে ছুটে আসেন পরিবারের লোকজন। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারাও। তাঁরাও জলে নেমে অরিজতকে উদ্ধারের চেষ্টা করেন। এরপর খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানায়। খবর যায় বিষ্ণুপুর মহকুমা সিভিল ডিফেন্সে। খবর দেওয়া হয় বিষ্ণুপুর দমকল বিভাগে। 

খবর পেয়ে সব দফতর থেকেই লোকজন এসে যায় ওই এলাকায়। প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টার পর বিষ্ণুপুর মহকুমা সিভিল ডিফেন্স বিষ্ণুপুর দমকল বিভাগ এবং স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় উদ্ধার করা হয় অরিজিৎ কুন্ডুকে। তড়িঘড়ি তাকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় তীব্র শোকের ছায়া এলাকায়।  

Next Article