Bankura Bridge Video: জলের তোড়ে ভাসল ট্রাক্টর, লাফিয়ে-সাঁতরে প্রাণে বাঁচলেন চালক-সহ ৬

Bankura: গত কয়েকদিনের নাগাড়ে বৃষ্টিতে নদীর জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছে। পরিস্থিতি এমন যে সেতুর উপর দিয়ে বইছে নদীর জল। আজ সকালে সেই নদী পার করার সময়েই জলের স্রোতে ভেসে যায় এক ট্রাক্টর। কোনওক্রমে লাফিয়ে, সাঁতার কেটে প্রাণে বাঁচলেন ট্রাক্টরের চালক-সহ মোট ৬ জন যাত্রী।

Bankura Bridge Video: জলের তোড়ে ভাসল ট্রাক্টর, লাফিয়ে-সাঁতরে প্রাণে বাঁচলেন চালক-সহ ৬
জলের তোড়ে ভেসে গেল ট্রাক্টরImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 23, 2023 | 1:12 PM

বাঁকুড়া: টানা বৃষ্টিতে বিপর্যস্ত বাঁকুড়ার বেশ কিছু এলাকা। আর এসবের মধ্যেই জলে ডুবে থাকা এক সেতু পার করতে গিয়ে দুর্ঘটনা। জলের তোড়ে ভেসে গেল ট্রাক্টর। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মেজিয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রামে। এই গ্রামের পাশ দিয়েই বয়ে গিয়েছে দামোদর নদের এক শাখা নদী। গত কয়েকদিনের নাগাড়ে বৃষ্টিতে নদীর জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছে। পরিস্থিতি এমন যে সেতুর উপর দিয়ে বইছে নদীর জল। আজ সকালে সেই নদী পার করার সময়েই জলের স্রোতে ভেসে যায় এক ট্রাক্টর। কোনওক্রমে লাফিয়ে, সাঁতার কেটে প্রাণে বাঁচলেন ট্রাক্টরের চালক-সহ মোট ৬ জন যাত্রী।

জলস্তর বেড়ে যাওয়ায় একপ্রকার প্রাণ হাতে নিয়েই সেতু পারাপার করতে হচ্ছে এলাকাবাসীদের। আজ সকালে রামচন্দ্রপুর থেকে মেজিয়ার দিকে যাচ্ছিল ওই ট্রাক্টরটি। চালক ছাড়াও ট্রাক্টরের দু’পাশের আসনে ও পিছনের ট্রলিতে বেশ কয়েকজন যাত্রীও ছিলেন। ট্রাক্টর সেতুর উপরে উঠতেই জলের তোড়ে নিয়ন্ত্রণ হারাতে শুরু করে ট্রাক্টরটি। সেতুর মাঝখানে পৌঁছতেই আচমকা ট্রাক্টরটি সেতু থেকে ডান দিকে সরে যেতে থাকে। শেষ মুহূর্ত পর্যন্ত ট্রাক্টরের অভিমুখ সামলানোর চেষ্টা চালিয়ে যান চালক। কিন্তু লাভ হয় না। জলের স্রোত ভাসিয়ে নিয়ে চলে যায় ট্রাক্টরটিকে। বেগতিক বুঝে তড়িঘড়ি ট্রাক্টর থেকে জলে ঝাঁপ দেন চালক ও অন্যান্য সহযাত্রীরা। তারপর কোনওক্রমে সাঁতার কেটে পাড়ে পৌঁছান তাঁরা।

শনিবার সকালে এই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকেন এলাকাবাসীরা। জলের তোড়ে ট্রাক্টর ভেসে যাওয়ার পর বেশ দুশ্চিন্তা ও উদ্বেগের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, সেতুটির উচ্চতা কিছুটা নীচু হওয়ার কারণেই এই সমস্যা তৈরি হচ্ছে এবং দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। এমন অবস্থায় তাই দ্রুত বেশি উচ্চতার সেতু বানানোর দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।