Bankura Accident: লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, বাইক দুর্ঘটনায় মৃত্যু পঞ্চায়েত কর্মাধ্যক্ষের

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 12, 2022 | 12:08 PM

Bankura Accident: জানা যাচ্ছে, রাস্তায় পুরুলিয়াগামী একটি লরি তাঁকে মুখোমুখি ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়েন তিনি। মাথায় হেলমেট থাকলেও গুরুতর চোট লাগে তাঁর।

Bankura Accident: লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, বাইক দুর্ঘটনায় মৃত্যু পঞ্চায়েত কর্মাধ্যক্ষের
বাইক দুর্ঘটনা (ফাইল চিত্র)

Follow Us

বাঁকুড়া: পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাঁকুড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের। তিনি বাঁকুড়া এক নম্বর পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী দফতরের কর্মাধ্যক্ষ ছিলেন। মৃতের নাম পার্থ মণ্ডল। শনিবার বিকালে কাশিবেদ্যা এলাকার এক আত্মীয় বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে নিজের বাইকে ফিরছিলেন তিনি। তাঁর গন্তব্য ছিল বাঁকুড়া সদর থানার বনচিংড়া গ্রামে। সেখানেই তাঁর বাড়ি।

জানা যাচ্ছে, রাস্তায় পুরুলিয়াগামী একটি লরি তাঁকে মুখোমুখি ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়েন তিনি। মাথায় হেলমেট থাকলেও গুরুতর চোট লাগে তাঁর। স্থানীয় বাসিন্দারাই তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ওই কর্মাধ্যক্ষ রাস্তার এক ধার দিয়েই যাচ্ছিলেন। উল্টোদিক থেকে আসা লরিটির গতিবেগ স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি ছিল। মুখোমুখি দুটি গাড়ি চলে এলে নিয়ন্ত্রণ রাখতে পারেননি কোনও গাড়ির চালকই। বাইকটিকে ধাক্কা মেরে পালিয়ে যায় লরিটি। তাতেই দুর্ঘটনা।

কর্মাধ্যক্ষের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া এলাকায়। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক লরির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Next Article