বাঁকুড়া: সকাল-সকাল মাঠে কাজে গিয়েছিলেন সকলে। আলু ক্ষেতে কাজে করছিলেন কৃষকরা। একটু এগোতেই আঁতকে উঠলেন তিনি। জমিতে পড়ে রয়েছেন এক ব্যক্তি। সারা শরীরে রক্তমাখা। এরপর আর কোনও দিকে না তাকিয়েই তড়িঘড়ি খবর দেন পুলিশে (Police)। মৃতেদহ (Deadbody) উদ্ধার করে নিয়ে যায় তাঁরা।
বাঁকুড়ার (Bankura) পাত্রসায়ের থানার হাটকৃষ্ণনগর গ্রাম লাগোয়া কেয়াদিঘি এলাকার ঘটনা। আলু জমিতে স্থানীয় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় আলুচাষিরা। এরপর পাত্রসায়ের থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বিনোদ দলুই। বাড়ি হাটকৃষ্ণনগর গ্রামে। পেশায় মাছ ব্যবসায়ী বিনোদ গতকাল সন্ধ্যে থেকে নিখোঁজ ছিলেন। মৃতদেহটি যেখানে পড়ে ছিল তার আশপাশে মাটিতে থাকা দাগ দেখে প্রাথমিক ভাবে গ্রামবাসীদের অনুমান বিনোদকে খুন করা হয়েছে। মৃতের মাথায় একাধিক গভীর ক্ষত রয়েছে। তবে কে বা কারা কেন বিনোদকে খুন করল সে ব্যাপারে সম্পূর্ণ অন্ধকারে স্থানীয় বাসিন্দারা ও বিনোদের পরিবার। গোটা ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকার মানুষ।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “এই রকম ঘটনা আগে ঘটেনি কখনও। যার কারণে আমরা খুবই আতঙ্কিত রয়েছি। আমাদের এক বন্ধুকে যেভাবে খুন করা হয়েছে ভাষায় বলা যাবে না। এই গ্রামে সবাইকার মুখে-মুখে এমনই শোনা গেছে। আমরা এসে দেখলাম শরীরে পুরো রক্তের দাগ। কারা করেছে বলতে পারব না। যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক চাই।” স্থানীয় বাসিন্দা বলেন, “গতকাল সন্ধে থেকে পাওয়া যাচ্ছিল না। পরে আজ সকালে খবর যায় ও এমন পড়ে আছে। ওর বাড়িতে দুটো মেয়ে রয়েছে বউ রয়েছে। যারা করেছে তাঁর শাস্তি চাই। ও খুব ভাল ছেলে ছিল।”