বাঁকুড়া: ‘দিদির দূত’ কর্মসূচিতে গিয়ে বহু জায়গায় তৃণমূল নেতাদের গ্রামবাসীর বিক্ষোভের মুখে পড়ার ঘটনা ঘটছে। তবে এবার এক অন্য ছবিদেখা গেল বাঁকুড়ার কাকড়াডিহিতে। গ্রামের আটচালায় বসে বয়স্কা মহিলাদের সঙ্গে রাম নাম করলেন তৃনমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। যা দেখে হতবাক অনেকেই। তৃণমূল নেত্রীর রাম-নাম করার ঘটনায় কটাক্ষ করেছে বিজেপিও।
জানা গিয়েছে, এদিন দিদির দূত কর্মসূচীতে যোগ দিতে বাঁকুড়া-১ নম্বর ব্লকের কাকড়াডিহি গ্রামে যান তৃণমূলের রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেখানেই দলীয় কর্মসূচির ফাঁকে সায়ন্তিকার নজরে পড়ে গ্রামের আটচালায় বসে কয়েকজন বয়স্কা মহিলা রাম নাম করছেন। সায়ন্তিকা সটান সেই আটচালায় উঠে বসেন এবং ওই বয়স্কাদের সঙ্গে রামনামে মেতে ওঠেন।
গ্রামের বয়স্কাদের সঙ্গে তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে রাম নাম করতে দেখে রীতিমতো হতবাক হয়ে যান অনেকেই। গ্রামের মানুষজন ওই আটচালার চারদিকে ভিড় জমিয়ে ফেলেন। তারপর রাম নাম করে ওঠার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৃনমূল নেত্রী সায়ন্তিকা বলেন, “রাম কারও একার নয়। বয়স্কা মহিলাদের সঙ্গে নামকীর্তন করতে ভালোই লাগল।”
একইসঙ্গে নাম না করে বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, “ভূতের মুখে রাম নাম বেশি শোনা যায়। এখন আশপাশে ভূত বেশি দেখা যাচ্ছে।”
যদিও চাপে পড়েই তৃণমূল নেত্রী রাম নাম করতে বাধ্য হয়েছেন বলে কটাক্ষ করেছেন স্থানীয় বিজেপি সাংসদ সুভাষ সরকার। তিনি বলেন, “রত্নাকরের মতো বাল্মীকি হওয়ার চেষ্টা করলেও সকলের ভিতরে আধার থাকে না। তৃণমূল এতকিছু অন্যায় করেছে, এখন বিজেপির চাপেই তৃণমূলকে রাম নাম করতে হচ্ছে। মানুষ বিজেপির সঙ্গে আছে এবং মানুষ নিশ্চিতভাবে বুঝতে পারছেন, তাঁদের এই রাম নাম করাটা ভাঁওতামি।”
প্রসঙ্গত, জয় শ্রী রাম শ্লোগান নিয়ে তৃণমূল-বিজেপির দ্বন্দ্ব বহুবার প্রকাশ্যে এসেছে। সম্প্রতি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানেও জয় শ্রী রাম শ্লোগান নিয়ে বিতর্ক ছড়িয়েছিল। স্বাভাবিকভাবেই খোদ তৃণমূল নেত্রীর মুখে রাম-নামের ঘটনায় নতুন করে বিতর্ক ছড়িয়েছে।
বাঁকুড়া: ‘দিদির দূত’ কর্মসূচিতে গিয়ে বহু জায়গায় তৃণমূল নেতাদের গ্রামবাসীর বিক্ষোভের মুখে পড়ার ঘটনা ঘটছে। তবে এবার এক অন্য ছবিদেখা গেল বাঁকুড়ার কাকড়াডিহিতে। গ্রামের আটচালায় বসে বয়স্কা মহিলাদের সঙ্গে রাম নাম করলেন তৃনমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। যা দেখে হতবাক অনেকেই। তৃণমূল নেত্রীর রাম-নাম করার ঘটনায় কটাক্ষ করেছে বিজেপিও।
জানা গিয়েছে, এদিন দিদির দূত কর্মসূচীতে যোগ দিতে বাঁকুড়া-১ নম্বর ব্লকের কাকড়াডিহি গ্রামে যান তৃণমূলের রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেখানেই দলীয় কর্মসূচির ফাঁকে সায়ন্তিকার নজরে পড়ে গ্রামের আটচালায় বসে কয়েকজন বয়স্কা মহিলা রাম নাম করছেন। সায়ন্তিকা সটান সেই আটচালায় উঠে বসেন এবং ওই বয়স্কাদের সঙ্গে রামনামে মেতে ওঠেন।
গ্রামের বয়স্কাদের সঙ্গে তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে রাম নাম করতে দেখে রীতিমতো হতবাক হয়ে যান অনেকেই। গ্রামের মানুষজন ওই আটচালার চারদিকে ভিড় জমিয়ে ফেলেন। তারপর রাম নাম করে ওঠার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৃনমূল নেত্রী সায়ন্তিকা বলেন, “রাম কারও একার নয়। বয়স্কা মহিলাদের সঙ্গে নামকীর্তন করতে ভালোই লাগল।”
একইসঙ্গে নাম না করে বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, “ভূতের মুখে রাম নাম বেশি শোনা যায়। এখন আশপাশে ভূত বেশি দেখা যাচ্ছে।”
যদিও চাপে পড়েই তৃণমূল নেত্রী রাম নাম করতে বাধ্য হয়েছেন বলে কটাক্ষ করেছেন স্থানীয় বিজেপি সাংসদ সুভাষ সরকার। তিনি বলেন, “রত্নাকরের মতো বাল্মীকি হওয়ার চেষ্টা করলেও সকলের ভিতরে আধার থাকে না। তৃণমূল এতকিছু অন্যায় করেছে, এখন বিজেপির চাপেই তৃণমূলকে রাম নাম করতে হচ্ছে। মানুষ বিজেপির সঙ্গে আছে এবং মানুষ নিশ্চিতভাবে বুঝতে পারছেন, তাঁদের এই রাম নাম করাটা ভাঁওতামি।”
প্রসঙ্গত, জয় শ্রী রাম শ্লোগান নিয়ে তৃণমূল-বিজেপির দ্বন্দ্ব বহুবার প্রকাশ্যে এসেছে। সম্প্রতি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানেও জয় শ্রী রাম শ্লোগান নিয়ে বিতর্ক ছড়িয়েছিল। স্বাভাবিকভাবেই খোদ তৃণমূল নেত্রীর মুখে রাম-নামের ঘটনায় নতুন করে বিতর্ক ছড়িয়েছে।