Extra Marital Affairs: দুই সন্তানের মা, ‘জড়িয়েছেন’ বিবাহ বহির্ভূত সম্পর্কে, প্রেমের গল্প জানাজানি হতেই এ কী কাণ্ড করলেন মহিলা

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 13, 2022 | 3:48 PM

West Bengal: মৃতের নাম মোরে বাউরি (৪০)। তিনি বাঁকুড়ার পাত্র পাত্রসায়ের থানার হাট কৃষ্ণনগর সায়েরের পাড় এলাকার বাসিন্দা।

Extra Marital Affairs: দুই সন্তানের মা, জড়িয়েছেন বিবাহ বহির্ভূত সম্পর্কে, প্রেমের গল্প জানাজানি হতেই এ কী কাণ্ড করলেন মহিলা
ভিড় জমেছে স্থানীয় বাসিন্দাদের (নিজস্ব ছবি)

Follow Us

বাঁকুড়া: এক ছেলে ও এক মেয়ে রয়েছে ওঁদের। দু’জনেরই বিয়ে হয়ে গিয়েছে। তবে অভিযোগ, মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। সেই কারণে নিজের স্বামীকেই খুন করেছেন মহিলা। আর এর জেরেই উত্তপ্ত বাঁকুড়া কৃষ্ণসায়েরের পাড় এলাকা।

মৃতের নাম মোরে বাউরি (৪০)। তিনি বাঁকুড়ার পাত্র পাত্রসায়ের থানার হাট কৃষ্ণনগর সায়েরের পাড় এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিজের এক ছেলে ও এক মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর হাটকৃষ্ণনগর সায়েরের পাড় এলাকায় স্ত্রী ষষ্ঠী বাউরিকে নিয়ে নিজেদের বাড়িতে থাকতেন। পেশায় রাজমিস্ত্রী মোরে বাউরি। স্থানীয়দের অভিযোগ, স্ত্রী ষষ্ঠী বাউরির বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকায় তা নিয়ে দু’জনের মধ্যে প্রায়শই দাম্পত্য কলহ লেগেই থাকত। এখানেই শেষ নয়, স্থানীয়দের দাবি নিজের পরকিয়া সম্পর্ক যাতে স্বামী জানতে না পারে সেজন্য স্বামীকে প্রায়শই ঘুমের ওষুধ খাইয়ে দিতেন স্ত্রী ষষ্ঠী বাউরি।

এরপর আজ সকালে নিজের বাড়িতেই মারা যান স্বামী মোরে বাউরি। স্থানীয়দের দাবি স্বামীকে গলা টিপে খুন করেছে তাঁর স্ত্রী। মোরে বাউরির মৃত্যুর পর তাঁর স্ত্রীকে গ্রেফতারের দাবিতে সরব হন এলাকাবাসী। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত গৃহবধূকে আটক করেছে। অভিযুক্ত ষষ্ঠী বাউরীর মা মেয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। অভিযুক্ত ষষ্ঠী বাউরির সঙ্গে স্থানীয় এক বিজেপি কর্মীর সম্পর্কের অভিযোগ ওঠায় বিষয়টিতে রাজনৈতিক রঙ লেগেছে। তৃণমূলের দাবি বিজেপি কর্মীদের নৈতিক চরিত্র নিয়ে যত কম কথা বলা যায় ততই ভাল। এই ঘটনায় যে দলের কর্মী যুক্ত থাকুক না কেন আমাদের দাবি দোষী ব্যক্তি শাস্তি পাক। অপর দিকে, বিজেপির দাবি, বিজেপি কর্মী সমর্থক অনেক আছে। কিন্তু এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। তৃণমূল এই ঘটনাকে নিয়ে নোংরামো করছে।

Next Article