Bangla NewsWest bengalBankura Eighth anniversary of Narendra Modi government, In Bankura BJP have a meeting,Suvendu Adhikari, Subhas Sarkar,Saumitra Khan will join meeting
Suvendu Adhikari: ‘কলকাতার লোক ক্ষীর খাবে, লাল-মাটির মানুষ চিরকাল বঞ্চিত থাকবে হয় না’, রাজ্যকে একহাত শুভেন্দুর
Bankura: বাঁকুড়া শহরের হিন্দু হাইস্কুল ময়দান থেকে মিছিল করে শুভেন্দু অধিকারী যাবেন বাঁকুড়া শহরের মাচানতলার কাছে তামলীবাঁধ এলাকায়।
Follow Us
মঙ্গলবার বাঁকুড়ায় বিজেপির সভা। সেই মতো শুরু হল মিছিল। বিজেপি নেতা-কর্মীরা হাতে পতাকা ও স্লোগান দিতে-দিতে এগিয়ে যান সভাস্থলের দিকে।
এদিন, মোদী সরকারের অষ্টম বর্ষপূর্তি এবং সন্ত্রাস মুক্ত ও সমতা যুক্ত রাষ্ট্র গড়ার দাবিতে আজকের সভা। সেই সভায় উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও, এখন পর্যন্ত তিনি এসে উপস্থিত হননি।
জানা গিয়েছে, বাঁকুড়া শহরের হিন্দু হাইস্কুল ময়দান থেকে মিছিল করে শুভেন্দু অধিকারী যাবেন বাঁকুড়া শহরের মাচানতলার কাছে তামলীবাঁধ এলাকায়। সেখানে সভা করবেন তিনি। সভাস্থলে শেষ মূহুর্তের প্রস্তুতি চলছে।
একা শুভেন্দু নন, সেখানে উপস্থিত থাকবেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ, ও বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার।
শেষ পাওয়া খবর অনুযায়ী ১২.৪৬ নাগাদ সভাস্থলে এসে পৌঁছান শুভেন্দু অধিকারী। এখন মঞ্চে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার।
দুপুর ১২-৫৬ নাগাদ মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন সুভাষ সরকার। পরে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। বলেন, ‘পিসি-ভাইপোর দয়ায় এই জেলার চল্লিশ পঞ্চাশ হাজার যুবক অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছে।’ একই সঙ্গে তিনি বলেন, ‘ভাইপোকে আমি তোলাবাজ ভাইপো বলি। সৌমিত্র বলে হরিদাস ভাইপো।’
এরপর সভামঞ্চে ওঠেন শুভেন্দু অধিকারী। বলেন, ‘দক্ষিণ কলকাতার লোক চিরকাল ক্ষীর খাবে আর লাল মাটির মানুষ চিরকাল বঞ্চিত থাকবে তা হয় না। আজ মিড-ডে মিল, ১০০ দিনের কাজ, রেশন সব নাকি দিদি দিত। আর এখন মিছিল বেরোচ্ছে মোদীজী টাকা চাই টাকা দাও। যখন দেওয়া হল তখন দিদি যখন দিতে পারেনা তখন মোদীর দোষ।’