Bankura Lok Sabha: বিষ্ণপুরে EVM বদল করছে খোদ পুলিশ? ভিডিয়ো পোস্ট করে দাবি অমিতের

Pradipto Kanti Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 27, 2024 | 5:27 PM

Bankura: এ প্রসঙ্গে, সৌমিত্র খাঁ বলেন, "শুধুমাত্র পুলিশ অফিসাররা কেন ওইখানে যাবেন। যেখানে ইভিএম-এ তালা মালা রয়েছে সেখানে কেন যাবেন আইসিরা। নির্বাচন কমিশনের কাছে আমার দাবি এর বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়।"

Bankura Lok Sabha: বিষ্ণপুরে EVM বদল করছে খোদ পুলিশ? ভিডিয়ো পোস্ট করে দাবি অমিতের
অমিত মালব্যর টুইটারে পোস্ট করা ভিডিয়ো
Image Credit source: Twitter

Follow Us

বাঁকুড়া: বাঁকুড়ায় পুলিশের বিরুদ্ধে ইভিএম বদলের অভিযোগ। আর এই অভিযোগ করলেন বঙ্গ বিজেপির সহ কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য। অতিরিক্ত পুলিশ সুপার ও আইসির বিরুদ্ধে স্ট্রং রুমের সিসিটিভি খুলে দেওয়ার অভিযোগ। একই সঙ্গে ইভিএম বদলের অভিযোগ করছেন তিনি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার আর্জি অমিতের। গোটা ঘটনা ভিত্তিহীন। দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের।

এ প্রসঙ্গে, সৌমিত্র খাঁ বলেন, “শুধুমাত্র পুলিশ অফিসাররা কেন ওইখানে যাবেন। যেখানে ইভিএম-এ তালা মালা রয়েছে সেখানে কেন যাবেন আইসিরা। নির্বাচন কমিশনের কাছে আমার দাবি এর বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়।” এ দিন, অমিত মালব্য টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন। যেখানে দেখা যায় স্ট্রং রুমের ভিতরে রয়েছেন পুলিশ আধিকারিকরা। অপর আর একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে এক যুবকের স্কুটিতে রাখা অসংখ্য সিসিটিভি ক্যামেরা। ওই যুবককে বলতে শোনা যাচ্ছে তিনি ওই ক্যামেরা খুলছেন।

এ প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “ভিত্তিহীন অভিযোগ। কাঁথি কলেজে স্ট্রংরুমের ভিতর বিজেপির এজেন্টকে বসিয়ে রাখা হয়েছে। এই অভিযোগ আমরাও করেছি। আমাদের লোকেরা হাতেনাতে ধরেছে। সেটা ঢাকতে এই ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে।”

Next Article