Bankura Road Closed: রাস্তার বেহাল অবস্থা, ঝুড়ি কোদাল নিয়ে অবরোধে বাসিন্দারা
Bankura Road Closed: বাঁকুড়ার সুপুর থেকে হীরবাঁধ যাওয়ার রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল। সুপুর থেকে দেওলাগড়া পর্যন্ত রাস্তার দুপাশে তৈরি হয়েছে বড় বড় গর্ত।
বাঁকুড়া: রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল। রাস্তার মাঝে তৈরি হয়েছে বড় বড় গর্ত। গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে শনিবারই উল্টে যায় বেসরকারি বাস। রাস্তা মেরামতের ক্ষেত্রে পূর্ত দফতর ও প্রশাসনের আশ্বাসে আশ্বস্ত হতে না পেরে নিজেরাই ঝুড়ি কোদাল হাতে রাস্তা মেরামতে নামলেন স্থানীয় বাসিন্দারা।
বাঁকুড়ার সুপুর থেকে হীরবাঁধ যাওয়ার রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল। সুপুর থেকে দেওলাগড়া পর্যন্ত রাস্তার দুপাশে তৈরি হয়েছে বড় বড় গর্ত। যে গর্ত পেরিয়ে যাতায়াত রীতিমতো কষ্টকর। প্রায়শই ঘটছে দুর্ঘটনা।
শনিবার একটি যাত্রীবাহী বাস বেহাল রাস্তার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে কুচিয়াড়া মোড়ের কাছে উলটে যায়। এরপরই রাস্তা মেরামতের দাবিতে রবিবার আন্দোলন শুরু করেন স্থানীয় বাসিন্দারা। শুরু হয় পথ অবরোধ। শনিবার পুলিশের তরফে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেয়।
সেই আশ্বাস অনুযায়ী, সোমবার কুচিয়াড়া এলাকায় যান খাতড়া ও হীরবাঁধ ব্লকের দুই বিডিও ও পূর্ত দফতরের আধিকারিকরা। গ্রামবাসীদের সঙ্গে সঙ্গে দফায় দফায় আলোচনা করলেও গ্রামবাসীরা রাস্তা নতুন করে তৈরির দাবিতে অনড়। শেষ পর্যন্ত সে ব্যাপারে প্রশাসন আশ্বাস না দেওয়ায় গ্রামবাসীরা ফের আন্দোলনে নামেন।
সোমবার ঝুড়ি কোদাল হাতে নিয়ে নিজেরাই রাস্তা সংস্কারের কাজ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পূর্ত দফতর জানিয়েছে, ওই রাস্তা নতুন করে তৈরির জন্য প্রস্তাব দেওয়া থাকলেও, তা এখনও মঞ্জুর হয়নি। এখন আপাতত রাস্তা মেরামতের কাজ হবে।
পূর্ত দফতরের জুনিয়র ইঞ্জিনিয়ার সঞ্জীব দাস বলেন, “রাস্তাটা শীঘ্রই মেরামতি করা হবে। প্রস্তাবও দেওয়া হয়েছে। তা মঞ্জুর হলেই কাজ শুরু হবে। “