Bankura: মুখ্যমন্ত্রীর দর নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছিলেন, তারপরও নিয়ন্ত্রণে এল না সবজির অগ্নিমূল্য
Bankura: রাজ্যের সবজি উৎপাদক জেলাগুলির মধ্যে অন্যতম বাঁকুড়া। বাঁকুড়ায় উৎপাদিত সবজি শুধু এ রাজ্যের বিভিন্ন জেলায় নয়, সরবরাহ হয় পড়শি রাজ্যগুলিতেও। কিন্তু তাতে কী? মাস দুই আগে থেকে রাজ্যের অন্যান্য জেলার বাজারের মতো বাঁকুড়াতেও চড়তে শুরু করে সবজির দাম।
বাঁকুড়া: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও বাজারে দেখা নেই টাস্ক ফোর্স বা এনফোর্সমেন্টের। আলু, পেঁয়াজ থেকে কাঁচা সবজির দাম অপরবর্তিত বাঁকুড়ার বাজারগুলিতে। মঙ্গলবারই বাজার কমিটির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী আলু, পেঁয়াজ সহ কাঁচা সবজির দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। দাম নিয়ন্ত্রণে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছিলেন টাস্ক ফোর্স ও এনফোর্সমেন্ট বিভাগকে। কিন্তু কোথায় কী? বাঁকুড়ার বাজারে টাস্ক ফোর্স বা এনফোর্সমেন্টের টিকিটুকুও দেখা যায়নি। স্বাভাবিক ভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও অপরিবর্তিত রয়েছে বাজারদর। থলে হাতে সাত সকালে বাজারে গিয়ে নাভিঃশ্বাস উঠছে সাধারণ মানুষের।
রাজ্যের সবজি উৎপাদক জেলাগুলির মধ্যে অন্যতম বাঁকুড়া। বাঁকুড়ায় উৎপাদিত সবজি শুধু এ রাজ্যের বিভিন্ন জেলায় নয়, সরবরাহ হয় পড়শি রাজ্যগুলিতেও। কিন্তু তাতে কী? মাস দুই আগে থেকে রাজ্যের অন্যান্য জেলার বাজারের মতো বাঁকুড়াতেও চড়তে শুরু করে সবজির দাম। পাল্লা দিয়ে বাড়ে আলু পেঁয়াজের দামও। আকাশ ছোঁয়া সেই দামে সবজি কিনতে গিয়ে দৈনিক হাত পুড়তে থাকে মধ্যবিত্ত গৃহস্থের। শেষ পর্যন্ত গতকাল মুখ্যমন্ত্রী বাজার কমিটিগুলির সঙ্গে বৈঠকে সবজি থেকে শুরু করে আলু পেঁয়াজের দর নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। আড়ৎদার ও ফড়েরাজের বিরুদ্ধে অভিযান চালিয়ে দ্রুত সবজির দাম নিয়ন্ত্রণের নির্দেশ দেন।
অভিযানের দায়িত্ব দেওয়া হয় টাস্ক ফোর্স ও এনফোর্সমেন্ট বিভাগকে। কলকাতায় বাজারে নামে টাস্ক ফোর্স ও এনফোর্সমেন্ট বিভাগ। কিন্তু বাঁকুড়া জেলার ক্ষেত্রে ছবিটা একেবারেই আলাদা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও বাজার মুখো হতে দেখা যায়নি টাস্ক ফোর্স বা এনফোর্সমেন্টের আধিকারিকদের। স্বাভাবিকভাবে সাধারণ মানুষ সবজির বাজারদরে লাগাম পড়ার কোনও আশা দেখছেন না। টাস্ক ফোর্স বা এনফোর্সমেন্ট বাজারে নামলেও কাঁচা শাক সবজির জোগান কম থাকায় বাজারদরে তেমন হেরফের হবে না বলেই দাবি সবজি বিক্রেতাদের।