বাঁকুড়া: করোনা সংক্রমণের সুনামি চলছে রাজ্যজুড়ে। তবু এখনও সচেতন নয় সমাজের একাংশ। মাস্ক ছাড়াই রাস্তায় বেরিয়ে পড়ছেন, মানছেন না ন্যূনতম স্বাস্থ্যবিধিও। এবার তাঁদের ‘উচিৎ শিক্ষা’ দিতে ময়দানে নামল রাক্ষস-খোক্কস-ভূতের দল। পদব্রজে কিংবা স্কুটিতে, মাস্কছাড়া বেরোলেই তেনারা খপ করে ধরছে মাঝরাস্তায়। ‘মুখোশ’ না পরা অবধি মিলছে না ছুটি। মাস্কহীনদের করোনার ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে বাঁকুড়ার কোতুলপুরে রবিবার অভিনব প্রচার চালাল বাঁকুড়া পুলিশ। উদাসীন মানুষকে মাস্ক, লিফলেট দিয়ে কোভিড বিধি মেনে চলার আর্জি জানালেন পুলিশ কর্মীরাও।
এদিন সকাল থেকে কোতুলপুরের বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে ভূতের ভোজবাজি। ভয়ঙ্কর সাজে পথে পথে ঘুরে বেরিয়েছে তারা। মাস্ক না পরলেই টেনে নামিয়েছে গাড়ি থেকে। পুলিশ, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে টহল দিয়েছে বাজারগুলিতে। এই ভাবে মানুষ যদি অসচেতন হয়ে ঘুরে বেড়ান তা হলে এই সংক্রমণ যে কতটা প্রাণঘাতী হয়ে উঠবে এদিন বারবার তা বোঝানোর চেষ্টা করেছে বাঁকুড়া পুলিশ। করোনা ভূতেদের চাক্ষুষ করতে এদিন উৎসাহী জনতা ভিড় জমায় রাস্তার দু’পাশে। এই অভিনব উদ্যোগে ভালো সাড়া লক্ষ্য করা গিয়েছে মানুষের মধ্যে।
অন্যদিকে করোনা বিধ্বস্ত বাঁকুড়ায় আরও একটি ছবি ধরা পড়েছে। বাঁকুড়ায় সংক্রমণ বাড়তে থাকায় ফের লকডাউনের আশঙ্কা করছেন ভিন রাজ্য থেকে আসা শ্রমিকরা। ইন্দাস ব্লকের এক ইটভাটায় বিহার থেকে আসা অনেক শ্রমিক কাজ করেন। লকডাউনের ভয়ে কাজ ছেড়ে বিহার ফিরে যাচ্ছেন তাঁরা। গত ২ মাসে বাঁকুড়ায় করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৩০০০ জন়। ২ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ সম্পর্কে মানুষকে সচেতন করতে এর আগেও একাধিকবার পথে নেমেছেন পুলিশকর্মীরা। তারপরেও কিছু মানুষের উদাসীনতা কমেনি। এই সব মানুষই বিপদ আরও বাড়াচ্ছেন বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।