Sujata Soumitra: ভেঙে যাওয়া জুটি এবার আমনে-সামনে, বিষ্ণুপুরে মুখোমুখি লড়াই সৌমিত্র-সুজাতার
Bishnupur TMC: রাজনীতি তাঁদের পথ আলাদা করে দিলেও, বঙ্গ রাজনীতির এই ভেঙে যাওয়া জুটিকে নিয়ে চর্চা কমেনি। এখন লোকসভা ভোটের আবহে ফের একবার চর্চায় সৌমিত্র খাঁ ও সুজাতা মণ্ডল। বিষ্ণুপুরের বিদায়ি সাংসদকে ফের একবার বিষ্ণুপুর থেকেই প্রার্থী করেছে বিজেপি। আর সৌমিত্রর উল্টোদিকে এবার তৃণমূল প্রার্থী করেছে সুজাতা মণ্ডলকে। তিনিই এবার বিষ্ণুপুরে সৌমিত্রর প্রধান প্রতিদ্বন্দ্বী।

বিষ্ণুপুর: একটা সময় ছিল, যখন দু’জনে একসঙ্গে প্রচার করেছেন। স্বামীর হয়ে ভোট ময়দানে নেমে প্রচার করেছেন। ভোটভিক্ষা করেছেন। কিন্তু এখন সময় পাল্টেছে। রাজনীতির চোরাস্রোতে এখন দু’জনের পথ অনেকদিন হল আলাদা হয়ে গিয়েছে। চোখের জল ফেলতে ফেলতে অভিমানী সৌমিত্র দাম্পত্য সম্পর্ক থেকে বিদায় জানিয়েছিলেন সুজাতাকে। রাজনীতি তাঁদের পথ আলাদা করে দিলেও, বঙ্গ রাজনীতির এই ভেঙে যাওয়া জুটিকে নিয়ে চর্চা কমেনি। এখন লোকসভা ভোটের আবহে ফের একবার চর্চায় সৌমিত্র খাঁ ও সুজাতা মণ্ডল। বিষ্ণুপুরের বিদায়ি সাংসদকে ফের একবার বিষ্ণুপুর থেকেই প্রার্থী করেছে বিজেপি। আর সৌমিত্রর উল্টোদিকে এবার তৃণমূল প্রার্থী করেছে সুজাতা মণ্ডলকে। তিনিই এবার বিষ্ণুপুরে সৌমিত্রর প্রধান প্রতিদ্বন্দ্বী।
রাজনীতির ময়দামে সুজাতার প্রথম পরিচিতি বলতে সৌমিত্র খাঁ-এর স্ত্রী হিসেবেই। যদিও পরবর্তী সময়ে মাটি কামড়ে পরে থেকে অদম্য লড়াইয়ের মধ্যে দিয়ে নিজের জাত চিনিয়েছেন সুজাতা। উনিশের লোকসভা ভোটের আগে এই সুজাতাই তাঁর স্বামীর হয়ে প্রচার করেছিলেন। বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছিলেন। এবারও চাইবেন। তবে এবার আর সৌমিত্রর জন্য নয়, নিজের জন্য। বিষ্ণুপুরের মহারণে সাংসদ সৌমিত্রকে পরাস্ত করতে এবার প্রচার ময়দানে নামবেন তিনি। রাজনীতির ময়দানে সুজাতা যথেষ্ট পরীক্ষিতও হয়েছেন।
একুশের বিধানসভা ভোটের মুখে সেই কঠোর সিদ্ধান্ত নিয়ে ফেলেন সুজাতা। বিজেপি ছেড়ে, সৌমিত্রর সঙ্গ ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। ঘাসফুল শিবির থেকে তাঁকে প্রার্থীও করা হয়েছিল। আরামবাগ থেকে। তবে সেবার জয়ী হতে পারেননি সুজাতা। তারপর পঞ্চায়েত ভোটে আবার তৃণমূল ভরসা রাখে সুজাতার উপর। এবার দলের ভরসার মান রাখেন সুজাতাও। ‘খাঁ’ পদবির সঙ্গে নিজেকে যুক্ত রাখতে না চাওয়া সুজাতা মণ্ডল এখন বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। গত কয়েক বছরে রাজনীতির ময়দানে আরও কিছুটা পরিপক্কতাও পেয়েছেন সুজাতা। এখন সুযোগ পেলেই সাবলীলভাবে সৌমিত্রকে নিশানা করতে ছাড়েন না তিনি। এখন দেখার ভোট ময়দানে সৌমিত্রকে কতটা টক্কর দিতে পারেন সুজাতা।
