AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arup Chakraborty: ‘…পদত্যাগ করুন’, সোজাসুজি TMC-র এদের বলেই দিলেন দলেরই MP

Bankura: তৃণমূলের রাজ্য নেতৃত্বের নির্দেশে বিধানসভা-বিধানসভায় ভোটার তালিকা যাচাইয়ের কাজ চালাচ্ছে তৃণমূল কর্মীরা। সেই যাচাইয়ের কাজ কীভাবে হবে তার নির্দেশিকা দেওয়ার জন্য কোথাও প্রশিক্ষণ শিবির, আবার কোথাও রাজনৈতিক কর্মশালা করছে বাঁকুড়া জেলা তৃণমূল নেতৃত্ব।

Arup Chakraborty: '...পদত্যাগ করুন', সোজাসুজি TMC-র এদের বলেই দিলেন দলেরই MP
অরূপ চক্রবর্তী, সাংসদImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 19, 2025 | 4:57 PM
Share

বাঁকুড়া: পুলিশকে ‘টু পাইস ফাদার-মাদার’ বলে কটাক্ষ করে তীব্র বিতর্কের মুখে পড়েছিলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। এবার তাঁর রোষে তাঁরই দল তৃণমূলের কর্মীরা। কর্মসূচিতে গ্রাম প্রধানদের একটা বড় অংশ হাজির হননি। আর তাতেই বেজায় চটে মঞ্চ থেকেই এবার প্রধানদের পদত্যাগের নির্দেশ দিলেন সাংসদ। বললেন, “ভাল না লাগলে প্রধান পদ থেকে পদত্যাগ করুন।”

তৃণমূলের রাজ্য নেতৃত্বের নির্দেশে বিধানসভা-বিধানসভায় ভোটার তালিকা যাচাইয়ের কাজ চালাচ্ছে তৃণমূল কর্মীরা। সেই যাচাইয়ের কাজ কীভাবে হবে তার নির্দেশিকা দেওয়ার জন্য কোথাও প্রশিক্ষণ শিবির, আবার কোথাও রাজনৈতিক কর্মশালা করছে বাঁকুড়া জেলা তৃণমূল নেতৃত্ব। এরপর শনিবার বাঁকুড়ার রাইপুরে তেমনই একটি রাজনৈতিক কর্মশালায় উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ অরুপ চক্রবর্তী। সেখানে বক্তব্য রাখতে উঠে কর্মশালায় কতজন গ্রাম পঞ্চায়েত প্রধান এসেছেন তা জানতে চান সাংসদ। হাতে গোনা কয়েকজন প্রধান উপস্থিত থাকলেও অনেকেই না থাকায় ক্ষুব্ধ হয়ে ওঠেন সাংসদ।

এরপরই মঞ্চ থেকেই প্রকাশ্যে বলেন, “প্রধান থাকব অথচ কাজ করব না, বা দলের সভায় আসব না এমন প্রধান আমাদের দরকার নেই। তাঁদের পদত্যাগ করতে বলে দিন। নতুন পঞ্চায়েত প্রধান আমরা তৈরি করে দেব। পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সমিতির সভাপতিরা ওই কর্মশালায় এসেছেন কি না খোঁজ নিয়ে সাংসদ স্থানীয় ব্লক সভাপতিকে নির্দেশ দেন, যাঁরা আসেননি তাঁদের কাছ কৈফিয়ৎ তলব করে নেবেন। পরে নিজের বক্তব্যের সমর্থনে সাংসদ অরুপ চক্রবর্তী বলেন, “দলের টিকিটে জিতে গ্রাম পঞ্চায়েত প্রধান হবে আর দলের ভোটার লিস্ট যাচাই এর কাজ না করেই পঞ্চায়েতে বসে থাকবে তা চলবে না।”