Bankura BJP: পার্টি অফিসে ঢুকিয়েই বিজেপি নেত্রীর স্বামীকে বেধড়ক মার, কাঠগড়ায় তৃণমূল

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 08, 2022 | 9:12 PM

Bankura: এটা পারিবারিক বিষয়, বিজেপির রাজনীতির রঙ চড়াচ্ছে এমনটাই দাবি তৃণমূলের।

Bankura BJP: পার্টি অফিসে ঢুকিয়েই বিজেপি নেত্রীর স্বামীকে বেধড়ক মার, কাঠগড়ায় তৃণমূল
আহত বিজেপি নেত্রীর স্বামী (নিজস্ব ছবি)

Follow Us

বাঁকুড়া: পার্টি অফিসে ডেকে নিয়ে বিজেপি নেত্রীর স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও, গোটা বিষয়টি অস্বীকার তৃণমূলের। এটা পারিবারিক বিষয়, বিজেপির রাজনীতির রঙ চড়াচ্ছে এমনটাই দাবি তৃণমূলের।

বাঁকুড়ার তালডাংরার থানার বিবড়দা এলাকার ঘটনা। তৃণমূলের পার্টি অফিস ডেকে নিয়ে গিয়ে বিজেপি নেত্রীর স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও, এর সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই বলে দাবি করেছে তৃণমূল। বাঁকুড়া তালডাংরা থানার বিবড়দা গ্রামের এই ঘটনাকে ঘিরে এখন রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে।

তালডাংরা থানার বিবড়দা গ্রামে তৃণমূলের পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে বিজেপি জেলা সম্পাদিকা দুর্গা ঘোষের স্বামী গৌতম ঘোষকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের পার্টি অফিসে নিয়ে গিয়ে বেপরোয়া ভাবে তাঁকে মারধর করা বলে অভিযোগ। খবর পেয়ে আহত অবস্থায় গৌতম ঘোষকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মাথায় ও বাঁদিকের চোখে চোট রয়েছে।

বিজেপির দাবি, বিজেপি করার জন্যই তাঁর উপর এমন নির্মম হামলা চালানো হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি নেতা কর্মীদের বিজেপি না করার জন্য তৃণমূলের তরফে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ । যদিও এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছে তৃণমূল। ব্যবসা সংক্রান্ত পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা দাবি তৃণমূলের।

এই বিষয়ে এক বিজেপি নেতা বলেন, ‘তৃণমূলের নেতৃত্ব এখানে বিজেপির কর্মীদের ও বিজেপি নেত্রীর স্বামীকে বেধড়ক মারধর করেছে। এটা শুধু আজকের ঘটনা নয়। এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে। আমাদের মারধর করা হয়েছে, ভয় দেখানো হয়েছে। আজকে চরম মাত্রায় পৌঁছে গিয়েছে। আমাদের তালডাংরার বিজেপি নেত্রীর স্বামীকে আজকে পার্টি অফিসের ভিতর ঢুকিয়ে মারধর করা হয়েছে।’ অপরদিকে, তৃণমূল নেতা বলেন, ‘এটা ওদের পারিবারিক ব্যাপার। নিজেদের ব্যবসাকে কেন্দ্র করে এই ঘটনা। তৃণমূল মারপিটের রাজনীতি করে না। তৃণমূল শান্তির রাজনীতি করে। এইগুলি যা বলছে সব মিথ্যে কথা।’

Next Article