AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura Accident: দুয়ারে সরকার প্রকল্পে যাচ্ছিলেন, পিছন থেকে আচমকা মারুতি পিষে দিল ২ মহিলাকে

Bankura: , ১৫ ফেব্রুয়ারি থেকে ফের শুরু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প। আগেই এ সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যের তরফে।

Bankura Accident: দুয়ারে সরকার প্রকল্পে যাচ্ছিলেন, পিছন থেকে আচমকা মারুতি পিষে দিল ২ মহিলাকে
ঘাতক মারুতি (নিজস্ব ছবি)
| Edited By: | Updated on: Feb 18, 2022 | 8:18 PM
Share

বাঁকুড়া: করোনা পরিস্থিতি কাটিয়ে উঠে ফের শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পে। কিন্তু সেই পরিষেবা নেওয়ার পথেই দুর্ঘটনা। গোটা ঘটনায় মৃত্যু হয় দুই মহিলা উপভোক্তার। শুক্রবার দুপুরে বাঁকুড়ার ছাতনা থানার কমলপুরে দুর্ঘটনাটি ঘটে। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাকে।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম চম্পা বাউরী (৩৭) ও কমলপুরের রিমা রক্ষিত (৫০)। বাঁকুড়ার কমলপুর হাইস্কুলে দুয়ারে সরকার ক্যাম্পে পরিষেবা নিতে হাজির হয়েছিলেন অনেকে। আশেপাশের গ্রাম থেকে প্রায় হাজার-দুয়েক মানুষ এসেছিল ওই এলাকায়। চম্পা এবং রিমা দুজনই যাচ্ছিলেন পরিষেবা নিতে। সেই সময় আচমকা বাঁকুড়া পুরুলিয়া রাস্তার উপরে কমলপুর বাসস্ট্যান্ডের কাছে বাঁকুড়ার দিক থেকে পুরুলিয়ামুখী একটি মারুতি গাড়ি দুজনকে ধাক্কা মারে। এরপরে স্থানীয় মানুষ ও পুলিশ গুরুতর আহত দু’জনকে উদ্ধার করে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে ওই দুই মহিলা কেই মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা। ঘটনায় ঘাতক মারুতি গাড়ি ও তার চালক কে আটক করেছে ছাতনা থানার পুলিশ।

বস্তুত, ১৫ ফেব্রুয়ারি থেকে ফের শুরু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প। আগেই এ সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যের তরফে। গত বৃহস্পতিবার বহু প্রত্যাশিত রাজ্য সরকারের এই প্রকল্প নিয়ে নতুন ঘোষণা করেন । এতদিন দুয়ারে সরকার শিবিরে রাজ্য সরকারের ১৮টি প্রকল্পের সুবিধা পাওয়া যেত। কিন্তু এখন যে শিবির হতে চলেছে সেখানে আরও ৬টি পরিষেবা যুক্ত হবে। অর্থাৎ মোট ২৪টি পরিষেবার আবেদন করা যাবে এই একই শিবির থেকে। তালিকায় যুক্ত হয়েছে কৃষি দফতর, মৎস্য দফতর, মাঝারি ও ক্ষুদ্র শিল্প দফতরের প্রকল্পও। বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।  ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে দুয়ারে সরকার একমাস ধরে চলবে। অর্থাৎ ১৫ মার্চ অবধি দুয়ারে সরকার শিবির হবে। দুই ধাপে এই শিবির হবে।

আরও পড়ুন: Narendra Modi: ‘ভারতের জন্ম ১৯৪৭-এ নয়’, শিখগুরুদের কংগ্রেসের ব্যর্থতার কথা স্মরণ করালেন মোদী