বীরভূম: চিরাচরিত নিয়মে প্রতি বছর ধুমধাম করে বসন্ত উৎসব পালিত হলেও গত বছর করোনা অতিমারির (COVID-19) জেরে বসন্ত উৎসবের মুখ দেখেনি বিশ্বভারতী (Visva Bharati)। এ বছরও বসন্ত উৎসব হবে না বলেই ধরে নেওয়া হয়েছিল। কিন্তু, জানা গিয়েছে কোনও বিজ্ঞপ্তি ছাড়াই চূড়ান্ত গোপনীয়তায় বিশ্বভারতীর অন্দরে পালিত হচ্ছে বসন্ত উৎসব।
সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় নির্বাচিত কয়েকজন অধ্যাপক, পড়ুয়া ও কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে বসন্ত উৎসবের ঘোষণা করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। তবে এই মর্মে বিশ্বভারতী কোনও মন্তব্য করেনি। কেন এত গোপনীয়তা, তা নিয়েও কোনও সদুত্তর মেলেনি। অনেক পড়ুয়ার মতে এটি ‘বসন্ত উৎসব’নয়, ‘বসন্ত বন্দনা’। তবে এ নিয়ে ধন্দ কাটেনি।
জানা গিয়েছে, প্রচলিত নিয়ম মেনেই সোমবার রাত ৯ টা নাগাদ বৈতালিকের মাধ্যমে বসন্ত উৎসবের সূচনা হয়। মঙ্গলবার সকাল সাতটায় ঐতিহ্যবাহী শোভাযাত্রা এবং পরে বাকি অনুষ্ঠান গৌড় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন হাতে গোনা কয়েকজন মাত্র। বিশ্বভারতীর আশ্রমিকরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। ‘চুপিসারেই’ গোটা অনুষ্ঠান হয়েছে বলে অভিযোগ করছেন অনেকে।
উল্লেখ্য, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের চলতি পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে অকারণে শাস্তিপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের প্রতি সহানুভূতি জানিয়ে ইতিমধ্যেই পাশে দেশ ও রাজ্যের বিভিন্ন শিক্ষক সংগঠনগুলি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি (জুটা) (JUTA) বিশ্বভারতী কর্তৃপক্ষের ভূমিকার বিরোধিতা করে সোমবার একটি প্রতিবাদ সভার আয়োজন করেছিল।
বসন্ত উৎসবের গোপনীয়তা প্রসঙ্গে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপক স্যমন্তক দাস জানান, এই ধরনের সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক। কোনও বিশ্ববিদ্যালয় এমন স্বৈরতান্ত্রিক সিদ্ধান্তের উপর চলতে পারে না। একটি সামাজিক অনুষ্ঠানকে এভাবে পালন করা দুর্ভাগ্যজনক।
আরও পড়ুন: রাজনীতির উর্ধ্বে মেলা, মতুয়াদের মিলন চায় ঠাকুরবাড়ি