নদিয়া: ভোটমুখী বঙ্গে ফের করোনার থাবা। আক্রান্ত হলেন রাজ্যের কারা মন্ত্রী (Minister of Prison) তথা কৃষ্ণনগর দক্ষিণের প্রার্থী উজ্জ্বল বিশ্বাস। কিছুদিন আগে করোনা (Corona) পরীক্ষা করিয়েছিলেন উজ্জ্বল। শনিবার রাতে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। আপাতত বাড়িতেই একান্তবাসে আছেন তিনি। কোনওরকম শারীরিক সমস্যা বা উপসর্গ কোনওটাই দেখা যায়নি বর্ষীয়ান নেতার। উজ্জ্বল বাবুর পরিবার সূত্রে খবর, প্রেশার বা সুগারও নিয়ন্ত্রিত রয়েছে তাঁর। তবে, রবিবার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) যখন নদীয়ায় প্রার্থীর প্রচারে সভা করতে আসেন, তখন উপস্থিত থাকতে পারেননি উজ্জ্বল।
নির্বাচনের আগে, উজ্জ্বলবাবুর করোনা আক্রান্ত হওয়ার জেরে আপাতত প্রচার স্থগিত করা হয়েছে। তবে, রবিবার মুখ্যমন্ত্রীর সভাটিও যথাযথভাবে সম্পন্ন হয়। তৃণমূলের দলীয় সূত্রে খবর, যেহুতু প্রচারের জন্য হাতে মোটে আর একটি দিনই অবশিষ্ট তাই, বিশেষ ক্ষতির আশঙ্কা নেই বলেই মনে করছেন ঘাসফুল (TMC) সমর্থকেরা।
প্রসঙ্গত, করোনায় জেরে বেহাল দশা হচ্ছে রাজনৈতিক নেতৃত্বের। শনিবারই, করোনায় প্রাণ হারিয়েছেন মুরারইয়ের বিদায়ী বিধায়ক এবং পূর্ব মেদিনীপুরের সিপিআইএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নির্মল জানা। করোনায় আক্রান্ত হয়ে একান্তবাসে রয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী পরেশরাম দাস। গত বুধবারই, মুর্শিদাবাদের সামশেরগঞ্জে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন কংগ্রেস প্রার্থী রেজাউল হক ওরফে মন্টু বিশ্বাস। অন্যদিকে, জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা প্রার্থী প্রদীপ নন্দী মারা গিয়েছেন। বর্ষীয়ান আরএসপি (RSP) নেতার মৃত্যুতে আপাতত স্থগিত রাখা হয়েছে ওই কেন্দ্রের নির্বাচন।
উল্লেখ্য, ভারতে গত তিন দিন ধরে সংক্রামিত হয়েছেন তিন লক্ষের বেশি মানুষ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, ১৭ এপ্রিল করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৪৫ হাজার ৮০০ জন। একদিনে রাজ্যে নতুন করে কোভিড (COVID-19) আক্রান্ত হয়েছেন ৭হাজার ৭১৩ জন। সর্বাধিক সংক্রমণ দেখা দিয়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
আরও পড়ুন: Bengal Corona: ঝড়ের গতিতে বাড়ছে সংক্রমণ, করোনায় আক্রান্ত আরও এক তৃণমূল প্রার্থী