বাইশ গজে বন্ধুত্ব, রাজনীতির ইনিংসে প্রতিপক্ষ, নিদান মনোজের

tista roychowdhury |

Mar 10, 2021 | 11:29 PM

হাওড়া: বাইশ গজে বন্ধুত্ব দীর্ঘদিনের। বিধানসভা নির্বাচনের (West Bengal assembly election 2021) জেরে এবার দুই বন্ধুই যুযুধান দুই শিবিরে। বিনা যুদ্ধে সূচগ্র মেদিনী ছাড়তে নারাজ শিবপুর (Sibpur) বিধানসভা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী বাংলার ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি (Manoj Tiwari)। বুধবার, শিবপুরের তৃণমূলের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনে এসে সতীর্থ অশোক দিন্দাকে এভাবেই চ্যালেঞ্জ করলেন বাংলার […]

বাইশ গজে বন্ধুত্ব, রাজনীতির ইনিংসে প্রতিপক্ষ, নিদান মনোজের
নিজস্ব চিত্র

Follow Us

হাওড়া: বাইশ গজে বন্ধুত্ব দীর্ঘদিনের। বিধানসভা নির্বাচনের (West Bengal assembly election 2021) জেরে এবার দুই বন্ধুই যুযুধান দুই শিবিরে। বিনা যুদ্ধে সূচগ্র মেদিনী ছাড়তে নারাজ শিবপুর (Sibpur) বিধানসভা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী বাংলার ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি (Manoj Tiwari)। বুধবার, শিবপুরের তৃণমূলের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনে এসে সতীর্থ অশোক দিন্দাকে এভাবেই চ্যালেঞ্জ করলেন বাংলার প্রাক্তন ক্রিকেট অধিনায়ক।

এদিন, সাংবাদিক বৈঠকে মনোজ জানান, অশোক (Ashok Dinda) তাঁর সতীর্থ। দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন। কিন্তু, রাজনীতির ময়দানে অশোক তাঁর প্রতিপক্ষ।

গত ৬ মার্চ, মনোজ তৃণমূলের হয়ে শিবপুরের প্রার্থী নির্বাচিত হন। উল্লেখ্য, হাওড়ায় এর আগে লক্ষ্মীরতন শুক্লা মন্ত্রিত্ব ও তৃণমূল ছেড়ে ফিরে গিয়েছেন ক্রিকেট মাঠে। সেই হাওড়া থেকেই নয়া ইনিংস শুরু হয় মনোজের। অন্যদিকে অবসরপ্রাপ্ত অশোক দিন্দা পূর্ব মেদিনীপুরের ময়নাতে বিজেপি প্রার্থী হিসেবে যোগদান করেন।

এ প্রসঙ্গে, মনোজ জানান, অশোক কেন বিজেপিতে(BJP) যোগদান করেছেন তা জানা নেই। তবে, মনোজের ব্যক্তিগত মতাদর্শের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শগত মিল আছে বলেই তিনি শাসক শিবিরে যোগদান করেছেন।

আরও পড়ুন:  জোড়া মন্ত্রীর চেষ্টার সুফল, আপাতত তৃণমূলেই থাকছেন দমদমের কেটি

মনোজ এখনও প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর নেননি। অন্যদিকে, খেলা থেকে অবসর নিয়েছেন টিম ইন্ডিয়া তথা বাংলার পেসার দিন্দা।

আরও পড়ুন: অনুমতি ছাড়া মিছিলে ‘না’, লাভলি মৈত্রের মিছিলের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপির

বুধবার, সাংবাদিক বৈঠকে মনোজ স্পষ্টই বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আমার রাজনৈতিক গুরু। দুঃসময়ে তাঁর পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত। এই নির্বাচনে বাংলার মেয়েই জিতবে।’ সাক্ষাৎকারে তিনি আরও জানান, ‘এটা ঠিক যে, ভোট না মেটা পর্যন্ত আমরা বন্ধু হতে পারি না। তবে আমরা একই আবাসনে থাকি। দেখা-সাক্ষৎ নিশ্চই হবে। তবে রাজনীতি নিয়ে কোনও আলোচনা হবে না নিশ্চিত। ’

উল্লেখ্য, মনোজ জাতীয় দলের হয়ে ১২টি ওয়ান ডে ও ৩টি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন। দিন্দা টিম ইন্ডিয়ার হয়ে ১৩টি ওয়ান ডে ও ৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন।

Next Article