West Bengal School: ছাত্র নেই, কিন্তু শিক্ষক আছে! এমন স্কুলের নিরিখে দেশের মধ্যে ‘ফার্স্টবয়’ বাংলা
West Bengal School: কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রকের Unified District Information System for Education Plus 24-25 বা UDISE+ 24-25 এর রিপোর্টে এই তথ্য প্রকাশিত হয়েছে। সারা দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের স্কুল পরিকাঠামোর উপর সমীক্ষা করে এই রিপোর্ট তৈরি হয়েছে।

নয়া দিল্লি: ছাত্র নেই অথচ স্কুল আছে। সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে এমন স্কুলের সংখ্যা চমকে দেওয়ার মতো। একইভাবে ছাত্রবিহীন স্কুলে সর্বাধিক শিক্ষক থাকার সংখ্যাতেও দেশের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গ। কোভিড পিরিয়ডের পর টানা তিন শিক্ষাবর্ষ যাবৎ পশ্চিমবঙ্গে কমছে স্কুলের সংখ্যা। স্কুলে ছাত্র ভর্তির সংখ্যা এবং শিক্ষকের সংখ্যার ক্ষেত্রে উঠে আসছে মিশ্র ছবি। পশ্চিমবঙ্গে মাত্র একজন শিক্ষক নিয়ে চলা স্কুলের সংখ্যা ৬৪৮২। মাত্র একজন শিক্ষক পরিচালিত স্কুলগুলিতে পঠন পাঠনরত মোট ছাত্র-ছাত্রী সংখ্যা ২৩৫৪৯৪।
কোথায় প্রকাশিত হয়েছে রিপোর্ট?
কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রকের Unified District Information System for Education Plus 24-25 বা UDISE+ 24-25 এর রিপোর্টে এই তথ্য প্রকাশিত হয়েছে। সারা দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের স্কুল পরিকাঠামোর উপর সমীক্ষা করে এই রিপোর্ট তৈরি হয়েছে। ২০২২ শিক্ষাবর্ষ থেকে তথ্য এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
পশ্চিমবঙ্গের মোট স্কুলের সংখ্যা ৯৩৭১৫। এরমধ্যে কম্পিউটার শিক্ষার পরিকাঠামো রয়েছে মাত্র ২২৭২১টি স্কুলে। ইন্টারনেট পরিষেবা আছে মাত্র ১৭৪৪১টি স্কুলে। যদিও স্কুলের বিদ্যুতায়ন, ছাত্রী টয়লেট, কিচেন সহ পরিকাঠামোর নিরিখে অন্য অনেক রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের সার্বিক ছবি যথেষ্ট সন্তোষজনক।
ছাত্র নেই অথচ স্কুল আছে
ছাত্র নেই অথচ স্কুল আছে। অর্থাৎ সারা শিক্ষাবর্ষে জিরো এনরোলমেন্ট, সারা দেশে এমন স্কুলের সংখ্যা ৭৯৯৩। এরইমধ্যে শুধু পশ্চিমবঙ্গে এমন স্কুলের সংখ্যা ৩৮১২। তেলেঙ্গনায় এমন স্কুলের সংখ্যা ২২৪৫।
দেশের বাকি সব রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে বাকি স্কুলগুলি। তবে পশ্চিমবঙ্গের গত তিন শিক্ষাবর্ষ ধরে ক্রমশ বাড়ছে এমন স্কুলের সংখ্যা। যেমন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সংখ্যাটা ছিল ৩৮১২। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সংখ্যাটা ছিল ৩২৫৪। ২০২২-২৩ শিক্ষাবর্ষে ২০১৩।
ছাত্রবিহীন স্কুলে সর্বাধিক শিক্ষক থাকার সংখ্যাতেও দেশে ফার্স্ট
একইভাবে ছাত্রবিহীন স্কুলে সর্বাধিক শিক্ষক থাকার সংখ্যাতেও দেশের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গ। সারা দেশে ছাত্রবিহীন স্কুলে (বা Schools Having Zero Enrolment) কর্মরত শিক্ষকের মোট সংখ্যা ২০৮১৭।
এর মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই আছেন মোট ১৭৯৬৫। এক্ষেত্রেও গত তিন বছর ধরে পশ্চিমবঙ্গে ছাত্রবিহীন স্কুলে শিক্ষকের সংখ্যা বাড়ছে। রিপোর্ট বলছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সংখ্যাটা ১৭৯৬৫। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সংখ্যাটা ১৪৬২৭। ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৭১৫৫।
কমছে স্কুলের সংখ্যা
গত তিন বছর ধরে পশ্চিমবঙ্গে কমছে স্কুলের সংখ্যা। রিপোর্ট বলছে, ২০২২-২৩ সালে সংখ্যাটা ছিল ৯৪৪০২। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সংখ্যাটা ৯৩৯৪৫। কমেছে ৪৫৭টি। অন্যদিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সংখ্যাটা ৯৩৭১৫, ২৩০টি স্কুলে সেইবার কমেছে।
একইসঙ্গে গত এক বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে ছাত্র ভর্তির সংখ্যা। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মোট ছাত্র ভর্তির সংখ্যা ১৭০৮১৫১১। ২০২৩-২৪ সালের তুলনায় ২০২৪-২৫ সালে অর্থাৎ গত এক বছরে ছাত্র ভর্তির সংখ্যা কমেছে নয় লক্ষ চৌত্রিশ হাজার চোদ্দ জন। যদিও ২০২২-২৩ সালের তুলনায় ২০২৩-২৪ সালে ছাত্র ভর্তির সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছিল। সেই শিক্ষাবর্ষে মোট ভর্তির সংখ্যা বেড়েছিল ২,৫৮,৯৬৭।
শিক্ষক সংখ্যা বৃদ্ধির হারও সন্তোষজনক নয়
গত তিন বছর ধরে পশ্চিমবঙ্গে শিক্ষক সংখ্যা বৃদ্ধির হারও সন্তোষজনক নয় বলেই রিপোর্টে দেখা যাচ্ছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে তা ৫৮৩৮২৫। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে তা ছিল ৫৭৬৫৫৭। ২০২২-২৩ শিক্ষাবর্ষে তা ছিল ৫৭৮৩৭৫। অর্থাৎ ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে মাত্র ৫,৪৫০ জন শিক্ষক এখনও পর্যন্ত বেড়েছে। পশ্চিমবঙ্গে স্কুল প্রতি শিক্ষকের গড়হার মাত্র ৬ জন।
