মুর্শিদাবাদ: পশ্চিমবঙ্গের একটি অন্যতম বিধানসভা কেন্দ্র ভগবানগোলা। মুর্শিদাবাদ জেলার এই কেন্দ্রটি ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ৬২ নং ভগবানগোলা বিধানসভা কেন্দ্রটি ভগবানগোলা-২ সমষ্টি উন্নয়ন ব্লক এবং ভগবানগোলা, হনুমন্তনগর, কুঠিরামপুর, মহিষস্থলী, হাবাসপুর, মহম্মদপুর ও সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত ভগবানগোলা-১ সমষ্টি উন্নয়ন ব্লক এর অন্তর্গত। ভগবানগোলা বিধানসভা কেন্দ্রটি ১১ নং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত।
কংগ্রেসের মহম্মদ দীদার বাকশ ১৯৭২ সালে জয়ী হন।১৯৭১ সালে নির্দলের এমডি.সামায়ুন বিশ্বাস জয়ী হন। ১৯৬৯ সালে এসএসপি’র শৈলেন্দ্রনাথ অধিকারী জয়ী হন। কংগ্রেসের এস. ভট্টাচার্য ১৯৬৭ সালে জয়ী হন। ১৯৬২ সালে পিএসপি’র শৈলেন্দ্রনাথ অধিকারী জয়ী হন। কংগ্রেসের হাফিজুর রহমান কাজী ১৯৫৭ সালে জয়ী হন২০০৬ সালে বিধানসভা নির্বাচনে ডব্লিউবিএসপি’র চাঁদ মহম্মদ ৬২ নং ভগবানগোলা কেন্দ্র থেকে জয়ী হন, তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের আবু সুফিয়ান সরকারকে পরাজিত করেন। অধিকাংশ বছরে প্রতিযোগিতাগুলিতে প্রার্থীদের বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে। ২০০১ সালে ডব্লিউবিএসপি’র মুজিবুর রহমান কংগ্রেসের আবু সুফিয়ান সরকারকে পরাজিত করেন। ১৯৯৬ সালে কংগ্রেসের আবু সুফিয়ান সরকার সিপিআই (এম) -এর সৈয়দ নবাবজানি মীর্জাকে পরাজিত করেন। ১৯৯১ সালে সিপিআই (এম)/নির্দলের সৈয়দ নবাবজানি মীর্জা কংগ্রেসের ইসলাম নজরুলকে পরাজিত করেন এবং ১৯৮৭ সালে কংগ্রেসের মুজিবুর রহমানকে পরাজিত করেন। ১৯৮২ সালে কংগ্রেস/নির্দলের কাজী হাফিজুর রহমান নির্দলের শৈলেন অধিকারীকে পরাজিত করেন এবং ১৯৭৭ সালে সিপিআই (এম) -এর শেখ কাজিমউদ্দিনকে পরাজিত করেন।
২০১৬ বিধানসভা নির্বাচন
২০১৬-র বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হন সিপিআইএম প্রার্থী মহসিন আলি। ওই বছর মোট ভোটারের সংখ্যা ছিল ২২৪৬১৬। মহসিন মোট ১০৫০৩৭ ভোট পেয়ে জয়ী হন।
২০২১ বিধানসভা নির্বাচন
এই নির্বাচনে ভগবানগোলায় তৃণমূলের তরফে প্রার্থী হয়েছেন ইদ্রিস আলি। সংযুক্ত মোর্চার তরফে সিপিএম প্রার্থী কামাল হোসেন এবং বিজেপির তরফে প্রার্থী হয়েছেন মাসুহারা খাতুন। ভগবানগোলায় অক্ষুণ্ণ রয়েছে সিপিএম-কংগ্রেসের শাসন। তবে এ বার, ভগবানগোলায় আস্থা রাখছে শাসক শিবির। ক্ষমতা পেতে মরিয়া বিজেপিও।
বিদায়ী বিধায়ক: মহসিন আলি
প্রাপ্ত ভোট: ১০৫০৩৭
মোট ভোটার: ২২৪৬১৬
ভোট শতাংশ: ৮৫.৯৮
মোট প্রার্থী: ১০