মুর্শিদাবাদ: ভরতপুর বিধানসভা কেন্দ্রটি (Bharatpur Assembly) মুর্শিদাবাদ জেলার অন্তর্গত। ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ৬৯ নং ভরতপুর বিধানসভা কেন্দ্রটি ভরতপুর-২ সমষ্টি উন্নয়ন ব্লক এবং আলুগ্রাম, ভরতপুর, সিজগ্রাম, আমলাই ও তালগ্রাম গ্রাম পঞ্চায়েত ভরতপুর-১ সমষ্টি উন্নয়ন ব্লক এর অন্তর্গত। ভরতপুর বিধানসভা কেন্দ্রটি ১০ নং বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত।
কংগ্রেস গড় ভরতপুরের এই আসনে ১৯৭২ সালে, কংগ্রেসের (Congress) কুমার দীপ্তি সেনগুপ্ত জিতেছিলেন। তার আগে ১৯৭১ সালের নির্বাচনে সিপিআইএমের খন্দকার মহম্মদ নুরে আহসান এই আসনে জিতেছিলেন। আবার ১৯৬৯ সালে কংগ্রেসের সত্যপদ ভট্টাচার্য এই আসনে জয়লাভ করেছিলেন। তারও আগে ১৯৬৭ সালে কংগ্রেসের এস সিনহা এই আসনে জয়ী হয়েছিলেন। ১৯৬২ সালে আরএসপির (RSP) শম্ভুগোপাল দাস এই আসনে জেতেন।আবার ১৯৫৭ সালে কংগ্রেসের গোলবদন ত্রিবেদী এই আসনে জিতেছিলেন। ১৯৫১ সালে দেশের প্রথম নির্বাচনে কংগ্রেসের বিজয়নেন্দ্র নারায়ণ রায় ভরতপুর আসনে জয়লাভ করেছিলেন। ২০০৬, ২০০১, ১৯৯৬ ও ১৯৯১ সালের বিধানসভা নির্বাচনে আরএসপি’র (RSP) ঈদ মহম্মদ ভরতপুর কেন্দ্র থেকে জিতে যথাক্রমে কংগ্রেসের আফজাল হোসেন খান, নির্দলের দেবাশিষ চট্টোপাধ্যায়, নির্দলের সত্যনারায়ণ বন্দোপাধ্যায় ও কংগ্রেসের আবদুল মালেককে পর পর হারান। ১৯৮৭ সালে কংগ্রেসের সত্যপদ ভট্টাচার্য কংগ্রেসের খাইরুল খন্দকার, ১৯৮২ ও ১৯৭৭ সালে আবদুল মান্নানকে পরাজিত করেছিলেন।
২০১৬ বিধানসভা নির্বাচন
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে কংগ্রেস (Congress) প্রার্থী কমলেশ চট্টোপাধ্যায় জয়ী হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল ৫৯ হাজার ৭৮৯৷ দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী খাদেম এ দাস্তেগির। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৪৮ হাজার ৭৭২৷ কংগ্রেস প্রার্থী কমলেশ চট্টোপাধ্যায় তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থী খাদেম এ দাস্তেগিরকে ১১ হাজার ১৭ ভোটে পরাজিত করেছিলেন। ২০১১ সালের নির্বাচনে আরএসপি’র ইদ মহম্মদ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ডালিয়া বেগমকে পরাজিত করেছিলেন।
২০২১ বিধানসভা নির্বাচন
এই কেন্দ্রে এ বারের তৃণমূল (TMC) কংগ্রেসের তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন হুমায়ুন কবীর। এই আসনে বিজেপির (BJP) তরফে দাঁড়াচ্ছেন ইমনকল্যাণ মুখোপাধ্যায়। বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে দাঁড়াচ্ছেন কমলেশ চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, ২০১৯-এর লোকসভা ভোটের হিসেব বলছে, তৃণমূল ৮ এবং কংগ্রেস ৩টি আসনে এগিয়ে। ভরতপুরের পাশাপাশি কংগ্রেসের জেতা খড়গ্রাম, হরিহরপাড়া, রেজিনগর, বেলডাঙা, নওদা এবং সিপিএমের জেতা ডোমকল ও জলঙ্গিতেও এগিয়ে গিয়েছে জোড়াফুল। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, লোকসভা ভোটের দু’বছর বাদে ফের জোট করার পরে বাম-কংগ্রেসের ‘গড়’ রক্ষাই এ বার মূল চ্যালেঞ্জ। এমনকী, এর জেরে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তাঁরা।