Birbhum Police: ভোটের আগেই কেষ্ট গড়ে পুলিশে ব্যাপক রদবদল, বদলি করা হল ১৩ থানার কর্তাকে

হিমাদ্রী মণ্ডল | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 29, 2024 | 11:13 AM

Birbhum Police: নলহাটি, লাভপুর, পাঁড়ুই, মুরারই, মাড়গ্রাম, পাইকর, দুবরাজপুর, সদাইপুর, ময়ূরেশ্বর, কীর্ণাহার, কাঁকড়তলা এবং লোকপুর থানার কর্তাকে বদলি করা হয়েছে। জেলা পুলিশের কর্তাদের তরফে এটা রুটিন বদলি বলা হলেও অভিজ্ঞদের একাংশের মতে, সামনেই লোকসভা নির্বাচন।

Birbhum Police: ভোটের আগেই কেষ্ট গড়ে পুলিশে ব্যাপক রদবদল, বদলি করা হল ১৩ থানার কর্তাকে
বীরভূমে জেলা পুলিশে রদবদল
Image Credit source: TV9 Bangla

Follow Us

বীরভূম:  ভোটের আগে বীরভূমে একাধিক পুলিশ কর্তার বদল। ওসি, এসওজি সহ জেলায় মোট ১৩ থানার পুলিশ কর্তার বদলি হল অন্যত্র। পাশাপাশি আরও তিনটি থানার অফিসারদের বদলি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রবিবার বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে ওই বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতেই জেলাজুড়ে চর্চা শুরু। তবে পুলিশ সূত্রে খবর, এটা রুটিন মাফিক বদলি।

নলহাটি, লাভপুর, পাঁড়ুই, মুরারই, মাড়গ্রাম, পাইকর, দুবরাজপুর, সদাইপুর, ময়ূরেশ্বর, কীর্ণাহার, কাঁকড়তলা এবং লোকপুর থানার কর্তাকে বদলি করা হয়েছে। জেলা পুলিশের কর্তাদের তরফে এটা রুটিন বদলি বলা হলেও অভিজ্ঞদের একাংশের মতে, সামনেই লোকসভা নির্বাচন। নির্বাচনের সময়ে কমিশনের তরফ থেকে এমনিই পুলিশ কর্তাদের থানা ওদলবদল করা হয়। কারণ জাতীয় নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, এক থানায় পুলিশ তিন বছরের বেশি দায়িত্বে থাকতে পারবেন না। সেক্ষেত্রে কমিশন বদলি করার আগেই রাজ্যের তরফ থেকে বদলি করে দেওয়া হল।

প্রসঙ্গত, অনুব্রত মণ্ডল এখন তিহাড়ে। তবে এমনিতেই প্রতি নির্বাচনের আগে অনুব্রত গড় নির্বাচন কমিশনের বিশেষ নজরদারিতে থাকে। অনুব্রত থাকাকালীন প্রতিবারই নির্বাচনের সময়ে শিরোনামে থাকে এই জেলা। আর সঙ্গে তৃণমূলের ‘বাঘে’র বলা এক একটা উক্তি! যা মোটামুটি মাথাব্যথার কারণ হয়ে উঠত কমিশনের। এবার যদিও অনুব্রত মণ্ডল নেই, তবুও এই জেলা নিয়ে বাড়তি সতর্কতা যে থাকবেই, তা বলার অপেক্ষা রাখে না।

দুদিন আগেই রাজ্য পুলিশের ২৮৫ জন কর্তাকে বদলি করে দেওয়া হয়েছে। ১৫ জানুয়ারি রাজ্য পুলিশের একাধিক রদবদলের নোটিস জারি করা হয়েছে।

Next Article