Birbhum: ১১ হাজার ডিটোনেটর উদ্ধার বীরভূম থেকে

হিমাদ্রী মণ্ডল | Edited By: সঞ্জয় পাইকার

Jan 07, 2025 | 9:59 PM

Birbhum: প্রসঙ্গত, এর আগেও বীরভূম থেকে ৮১ হাজার ডিটোনেটর উদ্ধার হয়েছিল। ২০২২ সালের ৩০ জুন বীরভূমের পিক আপ ভ্যান থেকে ৮১ হাজার ডিটোনেটর উদ্ধার হয়। রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা বাংলায়। সেই বছরের ২৯ সেপ্টেম্বর এই মামলার তদন্তভার হাতে নেয় এনআইএ।

Birbhum: ১১ হাজার ডিটোনেটর উদ্ধার বীরভূম থেকে
বিস্ফোরক উদ্ধার
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বীরভূম: বীরভূম থেকে ফের উদ্ধার বিস্ফোরক। প্রায় এগারো হাজার ডিটোনেটর উদ্ধার হল সেই জেলা থেকে। জানা যাচ্ছে সাতটি বাক্স থেকে ওই বিস্ফোরকগুলি উদ্ধার করেছে পুলিশ। প্রায় ১১ হাজার ডিটোনেটর উদ্ধার করেছে বীরভূম পুলিশ।

ঘটনাটি ঘটেছে রামপুরহাট থানা এলাকার হস্তিগন্দা গ্রামে। সেখান থেকে কিছু দূরে পরিত্যক্ত ঘরের মধ্যে সাতটি বাক্সে ওই ডিটোনেটর রাখা ছিল বলেই পুলিশ সুত্রে জানা গিয়েছে। ঝাড়খন্ড থেকে নিয়ে এসে ডিটোনেটরগুলি মজুত করা হয়েছিলো বলেই প্রাথমিক অনুমান পুলিশের। পাথর খাদানে পাথরের স্তর ফাটাতে নাকি অন্য কোনও কারণে এই ডিটোনেটর মজুত করা হয়েছিল তার তদন্ত শুরু করেছে বীরভূম পুলিশ।

প্রসঙ্গত, এর আগেও বীরভূম থেকে ৮১ হাজার ডিটোনেটর উদ্ধার হয়েছিল। ২০২২ সালের ৩০ জুন বীরভূমের পিক আপ ভ্যান থেকে ৮১ হাজার ডিটোনেটর উদ্ধার হয়। রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা বাংলায়। সেই বছরের ২৯ সেপ্টেম্বর এই মামলার তদন্তভার হাতে নেয় এনআইএ। মুর্শিদাবাদের ধূলিয়ান থেকে আরও ২ জনকে গ্রেফতার করা হয়। পরে আরও দুজনকে গ্রেফতার করা হয়।

Next Article