AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP: AI দিয়ে বিজেপি নেতা-নেত্রীদের ছবি বিকৃত করার অভিযোগ, ৫ কোটির মানহানির মামলা

বিজেপি, বিজেপির বাংলা খবর, AI দিয়ে বিজেপি নেতা-নেত্রীদের ছবি বিকৃত করার অভিযোগ, ৫ কোটির মানহানির মামলা BJP, BJP's Bengali news, allegations of distorting pictures of BJP leaders using AI, defamation case of Rs 5 crore

BJP: AI দিয়ে বিজেপি নেতা-নেত্রীদের ছবি বিকৃত করার অভিযোগ, ৫ কোটির মানহানির মামলা
রাজনৈতিক মহলে চাপানউতোর Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Nov 26, 2025 | 1:02 PM
Share

রামপুরহাট: সোশ্যাল মিডিয়ায় দলের নেতা ও নেত্রীদের আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগ। এই অভিযোগ তুলেই রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপির মহিলা মোর্চার জেলা নেত্রী। এ ঘটনাকে কেন্দ্র করেই চাপানউতোর জেলার রাজনৈতিক মহলে। যে যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাঁর বাড়ি বীরভূমের রামপুরহাট থানার নারায়ণপুর গ্রামের মাঝপাড়ায়। নাম আবুল মহম্মদ হাসান ওরফে জেড। 

অভিযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তাকে হাতিয়ার করেই অপকর্ম করেছেন ওই যুবক। এআই দিয়েই বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি, বিজেপি নেত্রী কেয়া ঘোষ এবং সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা পাত্রের ছবি বিকৃত করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ওই ছবিই তিনি সদ্য ফেসবুকে পোস্ট করেন। মুহূর্তেই তা ভাইরালও হয়ে যায়। শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসে পদ্ম শিবির। চাপানউতোর শুরু হয়ে যায় নেতা-নেত্রীদের মধ্যে।

মাঠে নেমেছেন বিজেপির যুব মোর্চার রাজ্য-সহ সভাপতি তথা কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি নিজেই। সূত্রের খবর, এই ঘটনায় জড়িতদের নামে ৫ কোটি টাকার মানহানি-সহ বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের হয়েছে। এদিন রামপুরহাট থানায় মহম্মদ আবুল হাসানের নামে লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী রশ্মি দে। ছিলেন কেয়া ঘোষও। কেয়া ঘোষ বলছেন, “ওরা ডিজিটাল যুদ্ধ করতে না পেরে নোংরামি করছে, কুরুচিকর ছবি বানাচ্ছেন। সাইবার ক্রাইমে অভিযোগ জানান হয়েছে। আমি দল দেখব না। যাঁরা এই নোংরামি করবে, যাঁরা পোস্ট করবে তাঁদের কাউকে ছাড়া হবে না।”