Awas Yojona TMC: ‘দোতলা বাড়ি যাদের, তারাও পাচ্ছে আবাস যোজনা’, অভিষেকের বীরভূম সফরের মধ্যেই বেসুরো তৃণমূল নেতা

হিমাদ্রী মণ্ডল | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 11, 2023 | 4:32 PM

Awas Yojona TMC: পৌরসভার পক্ষ থেকে এলাকার 'ধনী' ৬ জন ব্যক্তির নাম আবাস যোজনার বাড়ির তালিকায় রয়েছে। অভিযোগ তুলেছেন খোদ দুবরাজপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার।

Awas Yojona TMC: দোতলা বাড়ি যাদের, তারাও পাচ্ছে আবাস যোজনা, অভিষেকের বীরভূম সফরের মধ্যেই বেসুরো তৃণমূল নেতা
আবাসের তালিকা থেকে নাম বাদ যাচ্ছে আসল উপভোক্তাদের

Follow Us

দুবরাজপুর: ফের শিরোনামে আবাস-দুর্নীতি। তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন জেলায়, তখনই উঠল আবাস দুর্নীতির অভিযোগ। আবাসের তালিকায় নাম জুড়ছে এমন ব্যক্তিদের, যাঁদের রয়েছে দোতলা বাড়ি। অথচ নাম বাদ যাচ্ছে কুড়েঘরের বাসিন্দাদের। বীরভূম, দুবরাজপুরে খোদ এই অভিযোগ তুলল তৃণমূল কাউন্সিলর। অভিযোগ উঠছে, দুবরাজপুর পৌরসভাতে দিন আনা দিন খাওয়া পরিবার ও প্রকৃত উপভোক্তাদের নাম বাদ দিয়ে ধনী ব্যক্তিদের আবাস যোজনার বাড়ি দেওয়া হচ্ছে দুবরাজপুর পৌরসভাতে। অভিযোগ তুলে দুবরাজপুর পৌরসভার পৌর প্রধানকে চিঠি তৃণমূল কাউন্সিলের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক মুখোপাধ্যায়। তাঁর দাবি, অত্যন্ত গরিব ৬ জন মানুষের নাম বাদ দিয়েছে তালিকা থেকে। সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকায় নাম জুড়েছে ‘ধনী’ ব্যক্তিদের।

পৌরসভার পক্ষ থেকে এলাকার ‘ধনী’ ৬ জন ব্যক্তির নাম আবাস যোজনার বাড়ির তালিকায় রয়েছে। অভিযোগ তুলেছেন খোদ দুবরাজপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার। তাঁর দাবি, এই নাম বাদ পড়াতে তিনি চরমভাবে অপমানিত হয়েছেন। কী কারণে তাঁদের নাম বাদ গেল তদন্তের দাবি করেছেন তিনি। তিনি বলেন, “আমি কিচ্ছু জানতাম না। আমাকে না জানিয়েই গোপনে এই কাজ করা হয়েছে। তালিকা বানানো হয়েছে। আসল উপভোক্তাদের নাম বাদ পড়েছে।”

স্থানীয় এক বিজেপি নেতৃত্বের বক্তব্য, “দুর্নীতি যে হচ্ছে, তা তো আমরা প্রথম থেকেই বলছি। এবার হাতেনাতে ধরা পড়ছে এক এক করে। এবার দলের মধ্য়েই বিষয়টা প্রকাশ্যে চলে আসছে।”

Next Article