Birbhum: লক্ষ্মীপুজোর দিন স্বামীর সঙ্গে মনোমানিল্য হয়েছিল, তা মেটাতে গিয়েই সহকর্মীর স্ত্রীকে ‘গণধর্ষণ’ তিন যুবকের

হিমাদ্রী মণ্ডল | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 05, 2024 | 11:17 AM

Birbhum: গৃহবধূর স্বামীর অভিযোগ,  লক্ষ্মীপুজোর দিনে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। সেই কারণে মায়ের সঙ্গে তারাপীঠ চলে যান ওই গৃহবধূ। সেই মনোমালিন্যের সমাধান করে দেওয়ার প্রতিশ্রুতি দেন গৃহবধুর স্বামীর তিন সহকর্মী।

Birbhum: লক্ষ্মীপুজোর দিন স্বামীর সঙ্গে মনোমানিল্য হয়েছিল, তা মেটাতে গিয়েই সহকর্মীর স্ত্রীকে গণধর্ষণ তিন যুবকের
সহকর্মীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ
Image Credit source: TV9 Bangla

Follow Us

বীরভূম: স্বামীর সঙ্গে স্ত্রীর মনোমালিন্য। আর সে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন স্বামীরই তিন সহকর্মী। সেই আশ্বাসে তাঁদের কাছে গিয়েছিলেন। এবার তারাপীঠে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠল স্বামীর তিন সহকর্মী বন্ধুর বিরুদ্ধে। এমনকি ধর্ষণের ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে মুখ বন্ধ করার হুমকিও দেওয়া হয়েছে বলে নির্যাতিতা গৃহবধূর দাবি। ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে তারাপীঠ থানার পুলিশ। সোমবার রাতে তারাপীঠ থানায় ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে তিন জনকে গ্রেফতার করেছে তারাপীঠ থানার পুলিশ।

গৃহবধূর স্বামীর অভিযোগ,  লক্ষ্মীপুজোর দিনে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। সেই কারণে মায়ের সঙ্গে তারাপীঠ চলে যান ওই গৃহবধূ। সেই মনোমালিন্যের সমাধান করে দেওয়ার প্রতিশ্রুতি দেন গৃহবধুর স্বামীর তিন সহকর্মী। সেই প্রতিশ্রুতি দিয়ে গত বুধবার তারাপীঠ এলাকার একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ওই গৃহবধূকে গণধর্ষণ করে ওই তিনজন যুবক বলে অভিযোগ।

নির্যাতিতার আরও দাবি,  গণধর্ষণের ভিডিয়ো করে রাখে অভিযুক্তরা। মুখ বন্ধ রাখতে সেই ভিডিয়ো শ্বশুরবাড়ির লোকজনের কাছে পাঠিয়ে দেওয়ার হুমকি দিতে থাকে বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই প্রথমে মল্লারপুর থানায় মৌখিক ভাবে ঘটনাটি জানান গৃহবধুর স্বামী। কিন্তু ঘটনাস্থল তারাপীঠ হওয়ায় মল্লারপুর থানা থেকে তারাপীঠ থানায় অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়। এরপর সোমবার রাতে তারাপীঠ থানায় তিন যুবকের বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। সেই অভিযোগের ভিত্তিতে তিন যুবককে গ্রেফতার করেছে তারাপীঠ থানার পুলিশ।

Next Article