বীরভূম: বীরভূম রয়েছে বীরভূমেই (Birbhum)। দিনভর তল্লাশি চালিয়ে ফের সাফল্য পেল বীরভূম জেলা পুলিশ। আবারও উদ্ধার অস্ত্র , বোমা, ব্রাউন সুগার। বুধবার দিনভর তল্লাশি চালিয়ে বীরভূমের সাঁইথিয়া এলাকায় বলাইচণ্ডী ও সিজা গ্রাম থেকে তল্লাশি চালিয়ে আনুমনিক ১০০ টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি, সাঁইথিয়ার বহরাপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে বেশ কিছুটা বোমা তৈরির মসলা উদ্ধার করে পুলিশ। আবার অন্যদিকে সাঁইথিয়ার বাতাসপুর এলাকা থেকে একজন ব্যক্তির কাজ থেকে পুলিশ দুটি মাস্কেট, দুটি ওয়ান সাটার বন্ধুক ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে। ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে আপাতত। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। এছাড়াও বীরভূমের সদয়পুর থানা এলাকায় বেশ কিছুটা ব্রাউন সুগার-সহ দুজন কে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচনের আগে পর্যন্ত বিভিন্ন এলাকায় এভাবেই তল্লাশি চালানো হবে পুলিশের তরফে।
গত বছরের বীরভূমের বগটুই কাণ্ড সাড়া ফেলে দিয়েছিল গোটা রাজ্যে। তারপর থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে টানা তল্লাশি চালিয়েছিল পুলিশ। বীরভূমে যত পরিমাণ, বোমা-বারুদ উদ্ধার হয়েছিল, তাতে উদ্বিগ্ন হয়েছিল জেলা প্রশাসনও। কার্যত, পাড়ার প্রত্যেক গলির প্রত্যেক বাড়ি থেকে বোমা উদ্ধার হয়েছিল। মাঝে কিছুদিনের ব্যবধান। কিন্তু তারপর আবারও বীরভূমের মাড়গ্রামের বোমাবাজির ঘটনা প্রমাণ করে দেয় বদলায়নি পরিস্থিতি। বোমাবাজিতে মৃত্যু হয় পঞ্চায়েত প্রধানের ভাই-সহ দুজনের। অপসারিত হন জেলা পুলিশ সুপারও। এরপরই সপ্তাহ খানেকের ব্যবধানে বল ভেবে খেলতে গিয়ে বীরভূমে আক্রান্ত হয় শৈশব। একের পর এক ঘটনায় এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসন ভাবিত। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাই নতুন পুলিশ সুপারের তত্ত্বাবধানেই জেলাজুড়ে শুরু হয় ফের তল্লাশি অভিযান। বুধবারের টানা তল্লাশি অভিযানে উদ্ধার হল একশোটি তাজা বোমা।