বীরভূম: স্কুল থেকে বাড়ি ফেরার পথে মোটর সাইকেলে তুলে নিয়ে গিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণ করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির ছেলে সহ তিন যুবকের বিরূদ্ধে। ঘটনাটি বীরভূমের পাইকর থানার নতুনপুকুর গ্রামে। ঘটনায় তিনজন অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকাল চারটে নাগাদ স্কুল থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল বীরভূমের পাইকর থানার হাইস্কুলের নবম শ্রেণির এক ছাত্রী। সেই সময় তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে তিন যুবক ওই ছাত্রীকে মোটর সাইকেলে চাপিয়ে নিয়ে যায়।
অভিযোগ, এরপর ফাঁকা মাঠের মধ্যে নিয়ে গিয়ে তাকে ওই তিন যুবক গণধর্ষণ করে। সেসময়ে ওই মাঠের পাশ দিয়েই বাড়ি ফিরছিলেন এলাকার কয়েকজন। তাঁরাই অদ্ভুত শব্দ শুনতে পেয়ে ঝোপের আড়ালে দেখেন। তখনই তাঁরা বিষয়টি দেখতে পেয়ে তিন যুবককে আটক করে পুলিশে খবর দেন। উদ্ধার করা হয় নির্যাতিতাকে। খবর পেয়ে পাইকর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে।
তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় পাইকর ব্লক হাসপাতালে। গ্রেফতার করা হয় তিন যুবককেও। আজ ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। যদিও ব্লক সভাপতির বক্তব্য, “আমার ছেলে ঘরে ছিল না। বাইক নিয়ে বেরিয়েছিল। তখন এক মেয়ে ফোন করে বলে, আমি অসুবিধায় পড়েছি, আমাকে নিয়ে যা। ওকে নিতে গিয়েছি। তখন ওকেই লোকজন মারধর করে। ওর গাড়িও আটকে রাখে। অনেকেই ছিল। বাকিরা পালিয়ে যায়। আমার ছেলে বাইকটা ফেরত চায়। তখন আমার ছেলেকেও মারধর করে আটকে রাখে। আমার ছেলে ওসবের মধ্যে ছিলই না।”