সিউড়ি: বছর ঘুরলেই লোকসভা ভোটে (Lok Sabha Election)। ভোটের ঢাকে এখনও কাঠি না পড়লেও সলতে পাকানোর কাজটা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। রণকৌশলও ঠিক করতে শুরু করে দিয়েছে ছোট-বড় সব রাজনৈতিক দলই। মাঠে নেমে পড়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসও। এবার শতাব্দী রায়কে কার্যত প্রার্থী হিসবে ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। বৃহস্পতিবার সন্ধ্যায় বীরভূমের সাঁইথিয়ায় বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল দলের তরফে। সেখানেই গিয়েছিলেন মন্ত্রী। সেখান থেকেই তাঁর মুখে শোনা গেল শতাব্দীর কথা। তাঁকেই যে প্রার্থী করা হোক, সেই ইচ্ছাও প্রকাশ করলেন প্রকাশ্যেই।
এদিন চন্দ্রনাথ বলেন, “এখানে আমাদের সামনে বসে আছেন সাংসদ শতাব্দী রায়। আগামী ভোটে তাঁকে বিপুল ভোটে আমাদের জিতিয়ে দেখিয়ে দিতে হবে।” তাঁর এ মন্তব্য নিয়েই এখন জেলার রাজনৈতিক মহলে চলছে জোরদার চর্চা। তবে কী প্রার্থী এখনই ঠিক করে ফেলল তৃণমূল? জোরালো প্রশ্ন রাজনৈতিক মহলে। যদিও পরবর্তীতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে খানিক অন্য সুর শোনা যায় তাঁর গলায়। স্পষ্টই জানান, প্রার্থী নির্বাচন রাজ্যের উপর নির্ভর করে। বলেন, আমরা কোনও প্রার্থী ঘোষণা করছি না। তবে আমাদের বক্তব্য পরিস্কার। আমাদের দাবি শতাব্দী রায়ই এখানে প্রার্থী হোক।
লোকসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। সবে ঘুঁটি সাজাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। প্রার্থী পদ নিয়েও চলছে আলোচনা। এরইমধ্যে চন্দ্রনাথের এ মন্তব্যে দলের অস্বস্তি খানিক বাড়বে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের। যদিও শতাব্দী রায় কোন মন্তব্য করতে চাননি। স্পষ্ট বলেন, “আমার কিছু বলার নেই এই বিষয়ে। মন্ত্রী বলেছেন। উনি এর উত্তর দেবেন।”