Birbhum: ভোটে জেতার পরই বীরভূমে আরও শক্তি বাড়াল তৃণমূল

হিমাদ্রী মণ্ডল | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 10, 2024 | 3:42 PM

Birbhum: বীরভূম জেলা বিজেপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। এই লোকসভায় ব্যাপক জয় পেয়েছে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। শুধু তাই নয়, এই প্রথম দুবরাজপুর বিধানসভাতেও বিজেপিকে পরাস্থ করে লিড পেয়েছে তৃণমূল।

Birbhum: ভোটে জেতার পরই বীরভূমে আরও শক্তি বাড়াল তৃণমূল
বীরভূমে যোগদান
Image Credit source: Tv9 Bangla

Follow Us

সিউড়ি: বীরভূমে ভাঙন। ভোটের ফল প্রকাশ হতেই ভাঙন ধরল গেরুয়া শিবিরে। হাতছাড়ার হয়ে যাওয়ার পথে বীরভূমের সিউড়ি ১ ব্লকের কড়িধ্যা পঞ্চায়েত। কারণ বিজেপি পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান ও পঞ্চায়েতের সদস্য যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।

সোমবার তৃণমূল দলের জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীর হাত থেকে পতাকা তুলে নেন ওই দুই বিজেপি নেতা। তিনি জানান,কড়িধ্যা পঞ্চায়েতের বোর্ড গঠনের জন্য শিঘ্রই বিডিওর কাছে আবেদন জানাবে তৃণমূল। পঞ্চায়েতের উপপ্রধান ও এক সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় এখন ওই পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা হল ১০ জন। প্রসঙ্গত পঞ্চায়েত ভোটে তৃণমূল ৮ ও বিজেপি ৯টি আসন পায়। এখন পঞ্চায়েতে তৃণমূলের সদস্য হলেন ১০ জন।

বীরভূম জেলা বিজেপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। এই লোকসভায় ব্যাপক জয় পেয়েছে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। শুধু তাই নয়, এই প্রথম দুবরাজপুর বিধানসভাতেও বিজেপিকে পরাস্থ করে লিড পেয়েছে তৃণমূল। আর জয়ের পরই দেখা গেল পঞ্চায়েত হাতছাড়া হতে চলেছে বিজেপির। কড়িধ্যা পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জীব বাগদী বলেন, “মানুষ আমায় ভোট দিয়ে জিতিয়েছিলেন। কিন্তু কাজ করতে পারছিলাম না। দলকে জানিয়েছিলাম। কোনও পদক্ষেপ করছে না। তাই দলবদল করে তৃণমূলে এলাম।”

Next Article