বীরভূম: ভোটের আগে ফের অশান্ত বীরভূম। উদ্ধার বাতলি ভর্তি তাজা বোমা। জানা গিয়েছে, তিনটি বালতি ভর্তি বোমা উদ্ধার করেছে পুলিশ। একটি ক্ষেত থেকে বোমাগুলিকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত জাবুনি গ্রামে।
জানা গিয়েছে, গম ক্ষেত থেকে তিন বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় কৃষকরা প্রথমে বোমগুলিকে গম ক্ষেতের মধ্যে দেখতে পান। পরে খবর দেওয়া হয় পুলিশকে।
জানা গিয়েছে, পুলিশ জায়গাটিকে ঘিরে রেখেছে। এবং খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডে। তারা এলে বোমাগুলিকে সেখান থেকে অন্যত্র নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হবে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে কে বা কারা কী উদ্দেশ্যে এই বোমাগুলিকে মজুত করে রেখেছে খতিয়ে দেখছে মোল্লারপুর থানা পুলিশ।