Child Trafficking: ২০ হাজার টাকায় সদ্যোজাত বিক্রি! নার্সিংহোমেই পাচারচক্রের রমরমা

Child Trafficking: ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে দু'জন হেমন্ত মাজি ও সরূপ দাঁ নার্সিংহোমের অপারেশন থিয়েটারের টেকনিশিয়ন৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, নার্সিংহোমের এই দুই কর্মীর প্রত্যক্ষ যোগে রমরমিয়ে চলত শিশু পাচার৷

Child Trafficking: ২০ হাজার টাকায় সদ্যোজাত বিক্রি! নার্সিংহোমেই পাচারচক্রের রমরমা
এই নার্সিংহোমেই পাচারচক্র চালানোর অভিযোগImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 02, 2023 | 5:02 PM

বীরভূম: ২০ হাজার টাকা সদ্যোজাত বিক্রি! নার্সিংহোমে সদ্যোজাত পাচার চক্রের রমরমা। অপারেশন থিয়েটারের দুই টেকনিশিয়ন-সহ ৮ জনকে গ্রেফতার করল লাভপুর থানার পুলিশ। মাত্র ২০ হাজার টাকায় সদ্যোজাতকে বিক্রি করে দিয়ে ধরা করে পাচারকারীরা৷ বোলপুরের একটি নার্সিংহোম থেকে এভাবেই প্রায় সময় শিশু পাচার চলে, প্রাথমিক তদন্তে তথ্য মেলে পুলিশের হাতে৷

লাভপুরের বাসিন্দা এক প্রসূতিকে গত ২০ সেপ্টেম্বর বোলপুর মহকুমা হাসপাতালের সন্নিকটে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল৷ সেদিনই সন্তানের জন্ম দেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপারেশন থিয়েটার থেকেই সদ্যোজাতকে মাত্র ২০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়। লাভপুরের কুর্ণাহারে বিক্রি করা হয় সদ্যোজাতটিকে। পরে ফের ৭৫ হাজার টাকায় ওই সদ্যোজাতকে বিক্রি করা হয়৷ বিষয়টি সূত্র মারফৎ জানতে পেরে, তদন্তে নামে লাভপুর থানার পুলিশ।

ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে দু’জন হেমন্ত মাজি ও সরূপ দাঁ নার্সিংহোমের অপারেশন থিয়েটারের টেকনিশিয়ন৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, নার্সিংহোমের এই দুই কর্মীর প্রত্যক্ষ যোগে রমরমিয়ে চলত শিশু পাচার৷

অপারেশন থিয়েটারে শিশু জন্মানোর পরেই সুযোগ বুঝে দরদাম ঠিক হয়ে যেত। কখনও পরিবারকে রাজি করিয়ে চলত শিশু পাচার, কখনও সন্তান জীবিত নেই বলে পাচার করে দেওয়া হত৷

ধৃতদের এদিন বোলপুর মহকুমা আদালতে তোলা হয়৷ বিচারক ৭ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ঘটনার পর থেকে নার্সিংহোমের অফিসে তালা। নেই চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরাও। কর্তৃপক্ষের তরফে একজন ছিল। তাঁকে প্রশ্ন করা হলে তিনি মুখ লুকিয়ে পালিয়ে যান৷