বীরভূম: রাত পোহালেই পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023)। অভিযোগ, ভোটের ঘণ্টা বাজার আগেই টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন তৃণমূল (Trinamool Congress) নেতা। স্পষ্ট বলছেন, ‘টাকা নাও। রাতে খাও। সকালে খাও। দুপুর বারোটায় ভোট ফিনিশ করে দাও।’ অভিযোগ, এবারের পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হয়েছেন হুমায়ুন কবীর। অভিযোগ, তিনি গোছা গোছা টাকা বিলি করছেন আদিবাসীদের মধ্যে। ভিডিয়ো ভাইরাল হতেই জোর শোরগোল বীরভূমে। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি-৯ বাংলা।
চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে বীরভূমের মুরারই থানার মহুরাপুর পঞ্চায়েতের চন্দনপুর গ্রামে। সেখানেই টাকা বিলির অভিযোগ উঠেছে হুমায়ুনের বিরুদ্ধে। এ ঘটনা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে। যদিও অভিযোগ উড়িয়েছেন তৃণমূলের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়। তিনি বলেন, “এই খবরের খুব একটা ভিত্তি নেই। আমরা দেখেছি ভোটের দিন সব দলই তাঁদের বুথে মুড়ি ঘুগনি খাওয়ায়। আগের দিন থেকে তার ব্যবস্থা শুরু হয়ে যায়। এরকমই কোনও ঘটনা হয়ত ঘটেছে। এটাকেই ভুলভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে।”
তবে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। তৃণমূলের বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়ে সিপিএমের জেলা কমিটির সদস্য সঞ্জীব বর্মন বলেন, “আমরা তো অভিযোগ জানিয়েছি। এবার নির্বাচন কমিশন ব্যবস্থা নিক। নির্বাচন কমিশনকে তো আইন মেনে চলতে হবে। মানুষকে আমরা সতর্ক করছি। লুঠের টাকায় টাকায় মানুষের ভোট কেনার সংস্কৃতি ১২ বছর ধরে রাজ্যে চলছে। এখন ভোটে জিতবার জন্য ওরা মরিয়া। এই চেষ্টা ওদের সফল হবে না। ফল বের হলেই ওরা বুঝতে পারবে কত ধানে কত চাল।”