cylinder blast: সাঁইথিয়ায় বিস্ফোরণে কেঁপে উঠল সিভিক ভলান্টিয়ারের বাড়ি, মৃত ১

হিমাদ্রী মণ্ডল | Edited By: সঞ্জয় পাইকার

Nov 10, 2024 | 11:23 PM

cylinder blast: বাড়িতে গ্যাস বেলুনের ব্যবসা করতেন ওই সিভিক ভলান্টিয়ার। এদিন বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়। কেঁপে ওঠে এলাকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিপদতারণ বাগদীর।

cylinder blast: সাঁইথিয়ায় বিস্ফোরণে কেঁপে উঠল সিভিক ভলান্টিয়ারের বাড়ি, মৃত ১
সিভিক ভলান্টিয়ারের বাড়ির বাইরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের

Follow Us

সাঁইথিয়া: তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল এক সিভিক ভলান্টিয়ারের বাড়ি। ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। তারপরই উত্তেজিত জনতা ওই সিভিক ভলান্টিয়ারের বাড়িতে ভাঙচুর চালায়। তাঁর শাস্তির দাবি জানায়। পুলিশ জানিয়েছে, সিলিন্ডার বিস্ফোরণের জেরে বিপদতারণ বাগদী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আটক করা হয়েছে দুর্গাপ্রসাদ ভট্টাচার্য নামে ওই সিভিক ভলান্টিয়ারকে। রবিবার ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়ায়।

জানা গিয়েছে, বাড়িতে গ্যাস বেলুনের ব্যবসা করতেন ওই সিভিক ভলান্টিয়ার। এদিন বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়। কেঁপে ওঠে এলাকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিপদতারণ বাগদীর। বিস্ফোরণের পরই স্থানীয় বাসিন্দারা দুর্গাপ্রসাদের বাড়ির সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয়। দুর্গাপ্রসাদের শাস্তির দাবিতে মৃতদেহ আটকে বিক্ষোভ দেখান পরিজনরা।

বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাঁইথিয়া থানার পুলিশ। আটক করা হয় সিভিক ভলান্টিয়ারকে। তাঁর স্ত্রী ও ছেলেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পাশাপাশি পুলিশের আশ্বাসে দীর্ঘক্ষণ পর বিক্ষোভ তুলে নেয় গ্রামবাসীরা।

এই খবরটিও পড়ুন

এদিকে, সিভিক ভলান্টিয়ারের স্ত্রী বলেন, “মাসেকখানেক আগেই গ্যাস বেলুনের ব্যবসা শুরু করেন আমার স্বামী। বিপদতারণ বেলুনে গ্যাস ভরে দিতেন। এটা তো দুর্ঘটনা। আমার স্বামীও মারা যেতে পারতেন। আমরা কী করব বলুন।” গ্যাস বেলুনের ব্যবসার জন্য কোনও অনুমতি তাঁরা নিয়েছিলেন কি না জানতে চাইলে তিনি বলেন, “এই সবে ব্যবসা শুরু করেছেন আমার স্বামী। তাই, কোনও অনুমতি নেওয়া হয়নি।”

 

Next Article