সিউড়ি: বর্ষশেষের মুখে ভয়াবহ পথ দুর্ঘটনা বীরভূমে (Birbhum)। বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে আহত প্রায় ৩০ জন। রক্তে ভাসল রাস্তা। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে সিউড়ির (Siuri) চন্দ্রভাগা ব্রিজের কাছে। সূত্রের খবর, যাত্রী বোঝাই একটা বাস বাঁকুড়া থেকে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছিল। এদিকে ওই পথেই সিউরির দিকে যাচ্ছিল একটি ডাম্পার। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন পথেই অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বাসে ধাক্কা মারে ডাম্পারটি। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বাসটি। তীব্রতা এতটাই ছিল যে বাসে থাকা ৪৫ যাত্রীর মধ্যে ৩০ জনের বেশি যাত্রী গুরুতরভাবে চোট পান। তবে আশার কথা এই যে দুর্ঘটনায় কোনও মৃত্যুর খবর আসেনি।
ঘটনাটি ঘটে এদিন সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ। এদিকে যাত্রীদের চিৎকার শুনে ছুটে আসেন আশেপাশের এলাকার লোকজন। তাঁরাই আহতদের উদ্ধার করেন বাস থেকে। খবর যায় পুলিশে। আহতদের বর্তমানে সিউরি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ডাম্পার ও চালককে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে।
ওই বাসেই ছিলেন সৃষ্টিধর ঘোষ। চোট পেয়েছেন তিনি। ঘটনার ভয়াবহতা বলতে গিয়ে শিউরে উঠছেন তিনিও। চোখেমুখে বিস্ময় নিয়েই বলছেন, কী থেকে কী হয়ে গেল বুঝতেই পারলাম না। আমরা তো বাসে ছিলাম। আচমকা একচা ডাম্পার এসে সজোরে আমাদের বাসে ধাক্কা মারে। এতই জোরে ধাক্কা মারে যে সিংহভাগ যাত্রীই চোট পান। ডাম্পারটিরই দোষ। ওটাই অন্য একটা গাড়িকে ওভারটেক করতে গিয়ে এই কাণ্ড করেছে।