AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anubrata-Kajal: মমতা বলা সত্ত্বেও একঘাটে জল খাচ্ছেন না বীরভূমের ‘বাঘ’?

Anubrata-Kajal: প্রসঙ্গত, প্রায় তিনমাস পর কোর কমিটির বৈঠক হল বোলপুরের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। এদিকে কোর কমিটির বৈঠক অনিয়মিত হওয়ায় কয়েকদিন আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন কাজল। প্রয়োজনে রাজ্য় নেতৃত্বকে জানানোর কথাও বলেছিলেন। এই আবহেই হয় কোর কমিটির বৈঠক।

Anubrata-Kajal: মমতা বলা সত্ত্বেও একঘাটে জল খাচ্ছেন না বীরভূমের 'বাঘ'?
Image Credit: TV 9 Bangla GFX
| Edited By: | Updated on: Mar 23, 2025 | 5:33 PM
Share

বোলপুর: অনুব্রত জেল থেকে বেরোনোর পরেও বীরভূমের কোন্দল কাঁটা পিছু ছাড়েনি ঘাসফুল শিবিরকে। এই তো কদিন আগে নেতাজি ইন্ডোরের মেগা বৈঠকে অনুব্রতকে ‘সতর্কও’ করতে দেখা যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। স্পষ্ট বলেছিলেন, কেষ্ট, “কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না। কাজলকেও কনফিডেন্সে নিতে হবে।” কিন্তু, একদিন আগে বীরভূমে হয়ে গেল কোর কমিটির বৈঠক। দেখা গেল না অনুব্রত মণ্ডলকে। কিন্তু দেখা গেল কাজল শেখকে। তবে কী মমতা বলা সত্ত্বেও একঘাটে জল খেতে নারাজ বীরভূমের ‘বাঘ’? প্রশ্ন ঘুরছে রাজনীতির পাড়ায়। অনুব্রত যদিও দিচ্ছেন অন্য যুক্তি। তা আবার মানতে নারাজ কাজল। 

প্রসঙ্গত, প্রায় তিনমাস পর কোর কমিটির বৈঠক হল বোলপুরের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। এদিকে কোর কমিটির বৈঠক অনিয়মিত হওয়ায় কয়েকদিন আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন কাজল। প্রয়োজনে রাজ্য় নেতৃত্বকে জানানোর কথাও বলেছিলেন। তা নিয়ে চাপানউতোরের মধ্যেই ডাকা হয় কোর কমিটির বৈঠক। কোর কমিটির ৭ সদস্যের মধ্যে রয়েছেন অনুব্রত মণ্ডল, কাজল শেখ, চন্দ্রনাথ সিনহা, সুদীপ্ত ঘোষ,অভিজিৎ সিংহ, বিকাশ রায় চৌধুরী, আশিস বন্দ্যোপাধ্যায়। কিন্তু, অনুব্রতর অনুপস্থিতি নিয়েই এখন জোর চর্চা। 

কাজল শেখ রাজ্য নেতৃত্বকে নালিশের হুঁশিয়ার দেওয়ার পর ফের বীরভূমে হল তৃণমূলের কোর কমিটির বৈঠক। বৈঠক হল বোলপুরের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। কিন্তু, বৈঠকে দেখা গেল না অনুব্রত মণ্ডলকে। বৈঠকে গরহাজির ছিলেন অনুব্রত ঘনিষ্ঠ সুদীপ্ত ঘোষও। তিনি অসুস্থতার কারণে আসতে পারেননি বলে সূত্রের খবর। তা নিয়েই শনিবার থেকে চলছে তীব্র চাপানউতোর। অনুব্রত যদিও বলেছেন,দেউচা পাঁচামিতে বৈঠক ছিল তাই থাকতে পারেননি। অন্যদিকে কোর কমিটির বৈঠক শেষে খোঁচা দিতে ছাড়েননি কাজল শেখ। স্পষ্টই বলেন, “দেউচা পাঁচামিতে কোনও বৈঠক নেই। অনুব্রত কেন আসেননি সেটা তিনি বলবেন।” এ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে বীরভূমের রাজনৈতিক মহলে।  

যদিও অনুব্রত বলছেন, “বিকাশদারা কোর কমিটির মিটিং করেছেন তো। সবাইকে কী সব জায়গায় থাকতে হবে নাকি! এখানে যখন অন্য বৈঠকের ডেট পড়ে গিয়েছে তখন আর কী করা যাবে।” যদিও কাজলের নাছোড় দাবি, “দেউচা পাঁচামি নিয়ে মহম্মদ বাজারে কোনও বৈঠক হয়নি। বৈঠক হচ্ছে কলকাতাতে। কী জন্য তিনি আসেননি সেটা তিনি বলবেন।” যদিও অনুব্রত বলছেন, “ও কী বলছেন তাঁর গুরুত্ব তো দিতে পারি না।”