দুবরাজপুর: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। শেষবেলার প্রস্তুতিতে এখন থেকেই কোমর বেঁধে ঝাঁপিয়েছে সব রাজনৈতিক দলই। এরইমধ্যে এবার ফের মাওবাদী আতঙ্ক বীরভূমের দুবরাজপুরে। ‘খেলা হবে’ শিরোনামে পোস্টার পড়েছে লোবার রাস্তায়। তাতেই বিএলআর-ও সহ নেতাদের একাংশকে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। তা নিয়েই এখন জোর শোরগোল জেলার রাজনৈতিক মহলে। তবে ফের এলাকায় সক্রিয় হচ্ছে মাওবাদীরা? উঠছে প্রশ্ন। কারা এই পোস্টার দিল তা নিয়ে চলছে চর্চা। সূত্রের খবর, খবর পাওয়ার পর ইতিমধ্যেই সেগুলি তুলে ফেলেছে পুলিশ।
পোস্টারের একটিতে লেখা, খেলা হবে মাওবাদী খেলা। অবৈধ বালি চালাচ্ছে পুলিশ এবং বিএলআরও, কয়েকজন দুষ্কৃতী। অবৈধ বালি ঘাট বন্ধ হলে খুব ভাল। কিন্তু, এভাবে চলতে থাকলে মাওবাদী খেলা হবে। পোস্টারেই দেওয়া হয়েছে ডেডলাইন। এমনকী তাতেই স্পষ্ট মাওবাদী হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কোন কোন গ্রামে হামলা হবে তার তালিকাও দেওয়া হয়েছে। তাতেই ভয় বাড়ছে গ্রামবাসীদের মনে।
এই পোস্টারেই লেখা রয়েছে ফকিরবেড়া, বরারি, লোবা, বাবুপুর, পলাশডাঙা, চরকডাঙা, জপলাই, বেলেডাঙা, আমুরি, জিরুলের মতো গ্রামের নাম। সাফ হুঁশিয়ারি দিয়ে লেখা রয়েছে এই গ্রামগুলিতে অচিরেই হতে পারে হামলা। তবে এই পোস্টারগুলিতে মাওবাদীদের নাম দেওয়া হলেও আদৌও তাদের তরফে এগুলি দেওয়া হয়েছে নাকি এর পিছনে অন্য কোনও রাজনৈতিক অভিসন্ধি রয়েছে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। চলছে চাপানউতোর।