বীরভূম: ভোট মানেই কাদা ছোড়াছুড়ি। চোখা বিশেষণ। দেওয়ালে দেওয়ালে কটাক্ষ আর স্লোগান। ছন্দের বাঁধুনি কার বেশি ভাল, তার পরীক্ষা। ভোটের মুখে নিত্য নতুন স্লোগান জমিয়ে দেয় বাজার। টি শার্ট কিংবা ডিপিতেও ঠাঁই হয় কোনওটার, কোনওটা আবার থেকে যায় মিথ হয়ে। আপাতত বাজার ছেয়েছে ‘খেলা হবে’ স্লোগানে। মাঠে, মিছিলে, রক্তদান শিবিরে এমনকী সরকারি কর্মীদের সম্মেলনেও শোনা যাচ্ছে ‘খেলা হবে, খেলা হবে।’ আজকাল বিজেপিও এই ‘খেলা হবে’ স্লোগানে সিলমোহর দিচ্ছে। তবে তাদের মতে এ খেলার রেফারি হিসাবে থাকবে কেন্দ্রীয় বাহিনী।
রবিবার বোলপুরে ছিল বীরভূম জেলা কর্মচারী ফেডারেশনের সভা। আমন্ত্রিত ছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সেই সভাতেই শোনা যায় অনুব্রতর ‘কপিরাইট’ স্লোগানটি। অত্যুৎসাহী বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক আবার শুধু খেলা হবেতেই থামেননি। বলে ওঠেন, ‘চড়াম চড়াম খেলা হবে, নকুল দানার খেলা হবে, পগারপার করারও খেলা হবে।’ সে স্লোগানে গলা মেলান অন্য সরকারি কর্মচারীরাও।
আরও পড়ুন: স্বাভাবিক হচ্ছে কোভিড পরিস্থিতি, নন-কোভিডদের পরিষেবা বাড়াচ্ছে কলকাতা মেডিক্যাল
যদিও এ নিয়ে ইতিমধ্যেই দানা বেধেছে বিতর্ক। সরকারি অনুষ্ঠানে এমন স্লোগান নিয়ে তীব্র নিন্দা করেছে বিজেপি। তবে অনুব্রত মণ্ডলের সাফাই, সরকারি কর্মচারীরা চাকরি করে বাড়ি ফিরবে, অফিসে বসে থাকবে না। আর খেলা সব জায়গায় হবে, ঘরেও হবে, ঘরের বাইরেও হবে।
বিজেপি অবশ্য মানছে এবার খেলা হবে। তবে খেলা পরিচালনাটা হবে অন্যরকম। বীরভূমের বিজেপি নেতা কালোসোনা মণ্ডলের বক্তব্য, “ঠিকই তো বলেছে ওরা। খেলা তো হবেই। পগারপারও হবে। তবে সবটাই হবে তৃণমূলের। রেফারি ও লাইন্স ম্যান থাকবে কেন্দ্রীয় বাহিনী।”