Firearms Recovered : পঞ্চায়েত ভোটের আবহে বীরভূমে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ২

Aziza Khatun | Edited By: জয়দীপ দাস

Mar 01, 2023 | 8:03 PM

Firearms Recovered : বুধবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে দুই সন্দেহভাজন ব্যক্তিকে নানুরের কাখুরিয়া মোড় থেকে গ্রেফতার করে পুলিশ। শুরু হয় জিজ্ঞাসাবাদ।

Firearms Recovered : পঞ্চায়েত ভোটের আবহে বীরভূমে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ২
আগ্নেয়াস্ত্র উদ্ধার বীরভূমে

Follow Us

বীরভূম : সামনেই পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023)। যে কোনও সময়েই সামনে আসতে পারে নির্ঘণ্ট। জোরকদমে প্রচারে নেমে পড়েছে শাসক বিরোধী সবপক্ষই। নির্বাচনী আবহে তপ্ত হচ্ছে বাংলার মাটি। এরইমধ্য়ে ফের বীরভূমে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার (Firearms Recovered) করল পুলিশ। বুধবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে দুই সন্দেহভাজন ব্যক্তিকে নানুরের কাখুরিয়া মোড় থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম জাপান মল্লিক ও রাজু শেখ। জাপানের বাড়ি নানুরের নাবাস্তায়, রাজু শেখের বাড়ি নানুরের বেরুগ্রামে। 

তাঁদের আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। তাঁদের কাছ থেকেই বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। মোট ১০ দশটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। এছাড়াও ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একুশ রাউন্ড কার্তুজ। এরপরই তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতদের আজ বোলপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। তবে কি কারণে মজুত করা হয়েছিল এই আগ্নেয়াস্ত্র, কোথা থেকেই বা আনা হয়েছিল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। 

ঘটনা প্রসঙ্গে জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, “গোপন সূত্রে আমাদের কাছে প্রথম এ বিষয়ে খবর আসে। তারপরই একদমে ভোরে আমাদের একটা টিম কাকুড়িয়া মোড়ে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। শুরু জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদেই তাঁদের গোপন আস্তানার খোঁজ পাই। সেখান থেকে হানা দিতেই ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। তার মধ্যে চারটি বড় অস্ত্র ও ছটি ছোট অস্ত্র পাওয়া গিয়েছে। উদ্ধার হয় কার্তুজ। ধৃতদের আজই আদলতে তোলা হয়। আপাতত সাতদিনের জন্য তাঁদের আমরা হেফাজতে পেয়েছি। কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র এসেছিল, কী উদ্দেশ্যে আনা হয়েছিল তা ওদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হবে। ইতিমধ্যেই এদের ক্রিমিনাল রেকর্ডস খতিয়ে দেখা হচ্ছে।” 

Next Article
Bibhas Adhikari: ‘আমি কেউটের বাচ্চা, খুন করতে পাঁচ লাখ লোক লাগে না, একজনই কাফি’, হুমকি বিভাসের
Bomb Recover: একদিনের ব্যবধানে ফের বোমা উদ্ধার নানুরে