নলহাটি: মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দেওয়ার পর বীরভূম জেলা পুলিশ একটা নির্দেশিকা জারি করেছিল। তাতেই বলা হয়েছিল কোনও পুলিশ জাতীয় বা রাজ্য সড়কে পেট্রোলিং করতে পারবে না। প্রয়োজন পড়লে উচ্চতর আধিকারিকদের পরামর্শ নিতে হবে। কিন্তু, সে নির্দেশিকায় থোড়াই কেয়ার। পুলিশ সুপারের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েই ময়দানে পুলিশ কর্মীরা। এই ছবিই দেখা গেল বীরভূমের নলহাটিতে। সামনে এসেছে একাধিক ছবি, ভিডিয়ো। যদিও সেগুলির সত্যতা যাচাই করেনি টিভি-৯ বাংলা। একটি ভিডিয়োতে এক ট্রাক চালকের সঙ্গে বচসায় জড়াতে দেখা যায় টহল দিতে থাকা পুলিশ কর্মীদের। ট্রাক চালকের থেকে টাকা চান পুলিশ কর্মীরা। তা দিতে ট্রাক চালক অস্বীকার করলে বচসা শুরু হয় পুলিশ কর্মীদের সঙ্গে।
সূত্রের খবর, যে রাস্তায় এই ঘটনা ঘটেছে সেটি বীরভূম থেকে আসা নলহাটি রাজ্য সড়ক। ভিডিও দেখা যাচ্ছে প্রথমে টহলহারি পুলিশ কর্মী এসে একটি লরিকে দাঁড় করান। শুরু হয় টাকা চাওয়া। ভিডিয়োতে শোনা যায় ট্রাক চালক বলছেন, টাকা কী দিতেই হবে? তখন এক পুলিশ কর্মী বলেন, অবশ্যই দিতে হবে।
লরি চালকদের একটি সংগঠন ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ইতিমধ্যেই তা ভাইরালও হয়ে গিয়েছে নানা মহলে। লরি চালকদের অভিযোগ, জেলা পুলিশ সুপারের নির্দেশিকার পরেও পুলিশের তোলাবাজি কমেনি। তবে ফারাক একটা আছে। আগে খুল্লামখুল্লা টাকা চাওয়া হত, এখন লুকিয়ে চাওয়া হয়।
এক লরিচালক বলছেন, ১০০ টাকা থেকে শুরু করে ২০, ৫০ যখন যেমন পারছে টাকা নিচ্ছে। শুধু এখানে তো নয়। গোটা বাংলার সব জায়গাতেই নিচ্ছে। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বীরভূমের জেলা বিজেপি সহ-সভাপতি দীপক দাস বলেন, কিছু নিচুতলার পুলিশ কর্মী লোভ সামলাতে পারছেন না। লুকিয়ে-চুরিয়ে তাঁরা এটা করছেন। যদিও পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ শাসকদল। জেলা তৃণমূল সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, পুলিশ সুপার জেলা পুলিশের সর্বোচ্চ কর্তা। তিনি যা নির্দেশ দিয়েছেন সেটা সব থানার পালন করার কথা। কোথায় কী হয়েছে না হয়েছে সে বিষয়ে আমাদের কাছে খবর নেই।