Nanur: আবারও নৃশংসতা বীরভূমে! দলা পাকানো, কুণ্ডলীকৃত অবস্থায় রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে সাত-সাতটি খুদের দেহ

হিমাদ্রী মণ্ডল | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 11, 2024 | 12:51 PM

Nanur: খবর চাউর হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা খবর দেন নানুরের পশু চিকিৎসালয়ে।  সেখান থেকে চিকিৎসকরা যান। চিকিৎসা শুরু করা হয়েছে বাকি কুকুরছানা গুলোর। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

Nanur: আবারও নৃশংসতা বীরভূমে! দলা পাকানো, কুণ্ডলীকৃত অবস্থায় রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে সাত-সাতটি খুদের দেহ
বীরভূমের আবারও নৃশংসতা
Image Credit source: TV9 Bangla

Follow Us

বীরভূম:  সিউড়ির পর নানুর। ফের সাতটি কুকুর ছানার মৃত্যু হল বিষক্রিয়ায়। বুধবারের পর বৃহস্পতিবার। পরপর দুদিনে একসঙ্গে ডজন খানেক পথ কুকুরের বিষক্রিয়ার ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।  ঘটনাটি ঘটেছে নানুরের গোমরা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তার ধারেই ঘোরাফেরা করে কুকুর ছানাগুলো। গ্রামবাসীরাই তাদের খাবার দিতেন। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, রাত পর্যন্তও তাদের এলাকায় ঘুরতে দেখা গিয়েছে। সকালে প্রথমে স্থানীয় দোকানিই রাস্তার ধারে তিনটি কুকুরকে পড়ে থাকতে দেখেন। তার অদূরে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল আরও চারটি দেহ।

খবর চাউর হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা খবর দেন নানুরের পশু চিকিৎসালয়ে।  সেখান থেকে চিকিৎসকরা যান। চিকিৎসা শুরু করা হয়েছে বাকি কুকুরছানা গুলোর। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

চিকিৎসকরা এটা বোঝার চেষ্টা করছেন. আদৌ কি এটা ইচ্ছাকৃত নাকি কোনও দুর্ঘটনা। এমনও খাবার খেয়েছে কুকুরছানাগুলো, যাতে বিষক্রিয়া হয়েছে। প্রসঙ্গত, বুধবারই  সিউড়িতে পাঁচটি কুকুর ছানার দেহ উদ্ধার হয়। বিষক্রিয়াতেই কুকুরছানাগুলোর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

সিউড়ির সদর পশু চিকিৎসালয় ময়নাতদন্ত করা হয়েছে কুকুর ছানাগুলির। সেখানেই পরিষ্কার হয় বিষ খাইয়ে মারা হয়েছে। যদিও সিউড়ির ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলেও নানুরের ঘটনায় এখনো অভিযোগ দায়ের করা হয়নি। স্থানীয় এক বাসিন্দা বলেন, “কুকুর ছানাগুলো পায়ে পায়ে ঘুরে বেড়াত। সকলেই খাবার দিত এখানকার। কিন্তু সকালে ওদেরই এভাবে রাস্তায় পড়ে থাকতে দেখি। খারাপ লাগছে। কে এমনটা করতে পারে, সেটাই বোঝা যাচ্ছে না।”

Next Article