Birbhum: রাস্তার ধারে ডাস্টবিন রাখাই হল কাল, বীরভূমের সাফাই কর্মীর বাড়িতে বোমা মারল প্রতিবেশী

হিমাদ্রী মণ্ডল | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 28, 2024 | 8:11 PM

Birbhum: বীরভূমের নলহাটির থানার নতুনগ্রামের ঘটনা। বোমার মারার ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছেছে নলহাটি থানার পুলিশ। জানা গিয়েছে,আজ নলহাটি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের নতুনগ্রাম এলাকার নলহাটি পুরসভার সাফাই কর্মী রেশমা বিবি।

Birbhum: রাস্তার ধারে ডাস্টবিন রাখাই হল কাল, বীরভূমের সাফাই কর্মীর বাড়িতে বোমা মারল প্রতিবেশী
বোমা মারার অভিযোগ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বীরভূম: কী কাণ্ড! আর্বজনার ডাস্টবিন রেখেছিলেন রাস্তার ধারে। সেটাই অপররাধ। পুরসভার সাফাইকর্মীর বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে, বোমার আঘাতে জখম এক শিশু সহ চারজন। তবে ওই ব্যক্তির কাছে বোমা এল কীভাবে? উঠছে প্রশ্ন।

বীরভূমের নলহাটির থানার নতুনগ্রামের ঘটনা। বোমার মারার ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছেছে নলহাটি থানার পুলিশ। জানা গিয়েছে,আজ নলহাটি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের নতুনগ্রাম এলাকার নলহাটি পুরসভার সাফাই কর্মী রেশমা বিবি। তাঁর বাড়ির সামনে আবর্জনা ফেলার ডাস্টবিন রেখেছিল। সেই ডাস্টবিন রাখার প্রতিবাদ করেন প্রতিবেশী আকতারুল শেখ। এই নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ শুরু হয়।

অভিযোগ, বিবাদ শুরু হওয়ার পর পরই আকতারুল নাকি রেশমা বিবির বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে। সেই ছোড়া বোমায় জখম হন সাফাই কর্মী রেশমা বিবি সহ তার পরিবারের ৪ জন। তবে বোমা মারার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ। ঘটনার পর এলাকা ছেড়ে পলাতক অভিযুক্ত আকতারুল সেখ। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। এলাকার কাউন্সিলর তোহিদ শেখ বলেন, “রেশমা পুরসভার কর্মী। ওর বাড়িতে বোমা মেরেছে। আখতারুল প্রায়শই গালিগালাজ করে। তবে এইভাবে বোমা মারবে কেউ ভাবেনি।”

Next Article