Newborn Death: ফের ‘গাফিলতি’, ফের সদ্যোজাতের মৃত্যু, কাঠগড়ায় নার্স

হিমাদ্রী মণ্ডল | Edited By: অংশুমান গোস্বামী

Sep 15, 2023 | 2:57 PM

বীরভূমের মারগ্রাম থানার কানাইপুর গ্রামের বাসিন্দা ইয়ানুর খাতুন বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন। ওই রাতেই তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। শুক্রবার ভোরে ইয়ানুরের পুত্র সন্তানের মৃত্যু হয়েছে।

Newborn Death: ফের গাফিলতি, ফের সদ্যোজাতের মৃত্যু, কাঠগড়ায় নার্স
প্রতীকী ছবি
Image Credit source: Pixabay

Follow Us

রামপুরহাট: সদ্যোজাত শিশুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সদ্যোজাতের মৃত্যুতে নার্সদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে মৃতশিশুর পরিবারের লোকেরা। জন্মের পর নার্সদের সদ্যোজাতের শারীরিক পরিস্থিতির অবনতি হলেও তা গুরুত্ব দিয়ে পরিষেবা দেননি বলে অভিযোগ। কিন্তু এ নিয়ে এখনও অবধি কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি ওই প্রসূতির পরিবার। যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও, তাঁদের তরফে এখনও অবধি কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বীরভূমের মারগ্রাম থানার কানাইপুর গ্রামের বাসিন্দা ইয়ানুর খাতুন বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন। ওই রাতেই তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। শুক্রবার ভোরে ইয়ানুরের পুত্র সন্তানের মৃত্যু হয়েছে। এ বিষয়ে ইয়ানুরের মা কুমেলা বিবির অভিযোগ, প্রসূতি বিভাগের কর্তব্যরত নার্সরা শিশুর স্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেননি। ঠিক সময়ে যথাযথ চিকিৎসা না হওয়াতেই এই মৃত্যু হয়েছে বলে অভিযোগ।

শুক্রবার সকালে শিশুমৃত্যু নিয়ে প্রসূতি বিভাগের সামনে বিক্ষোভও দেখায় মৃতের পরিজনরা। কিন্তু ঘটনা নিয়ে কোনও লিখিত অভিযোগ তাঁরা দায়ের করেননি। মৃত শিশুকে নিয়ে কানাইপুর গ্রামে ফিরে গিয়েছেন তাঁরা। সকাল ১১টা নাগাদ ফিরে যান তাঁরা। এই ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

গত সপ্তাহেই মালদহেপ চাঁচলের একটি নার্সিংহোমে সদ্যোজাতের মৃত্যু হয়। সেই ঘটনাতেও সেখানকার নার্সদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছিল। ওই সদ্যোজাতের ১০৪ ডিগ্রি জ্বর উঠলেও বার বার ডেকে নার্সদের পাওয়া যায়নি বলে অভিযোগ ওঠে।

Next Article