দুবরাজপুর: কসবাকাণ্ডের পর থেকেই সক্রিয় পুলিশ। গোটা রাজ্যজুড়ে চলছে নাকা চেকিং। সেই রকমই নাকা চেকিং চলছে বীরভূমেও। একটি পার্সেল ভ্যান চেকিংয়ের জন্য আটক করতেই স্তম্ভিত হয়ে গেল দুবরাজপুর থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে চালক ও খালাসিকে।
পুলিশ সূত্রে খবর রাতে দুবরাজপুর থানার গড়গড়া মোড়ের কাছে রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে পুলিশের নাকা চেকিং চলছিল। সেই সময় বাঁকুড়া, আসানসোল হয়ে ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে সাঁইথিয়া যাচ্ছিল ওই মোষ বোঝাই একটি পার্সেল ভ্যান। দুবরাজপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে উপস্থিত হয় সেখানে। এরপর জাতীয় সড়কের উপর গপার্সেল ভ্যানটিকে আটক করে। গাড়ির পিছনের দরজা খুলতেই দেখা যায় ভর্তি মোষ। চালক ও খালাসি পুলিশকে দেখে চম্পট দেওয়ার চেষ্টা করে। তাঁদের দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ।
প্রসঙ্গত, পাচারের ঘটনা এই নতুন নয়। এর আগেও একাধিকবার বীরভূমে গরুপাচারের ঘটনা ঘটেছে। কখনও ছোটা হাতি, কখনও লরিতে বেআইনিভাবে পাচারের ঘটনা ঘটেছে। কখনও আবার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল গরুপাচারের গাড়ি আটকেছেন। কিন্তু তারপরও এক শ্রেণির মানুষ এইভাবে পাচার করেই চলেছে। তা গতকালের ঘটনা থেকে আরও একবার স্পষ্ট হল।