বোলপুর: বিশ্বভারতী ‘বিদ্যুৎ-মুক্ত’ হতেই ফের পূর্ব পল্লীর মাঠে ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা। ঐতিহ্যবাহী এই মেলা বছরের পর বছর ধরে পূর্ব পল্লীর মাঠেই হয়ে আসছিল। কিন্তু মাঝে ছেদ পড়ে। ২০১৯ সালে শেষ বার পূর্ব পল্লীর মাঠে বসেছিল পৌষ মেলা। তারপর করোনাকালে ২০২০ সালে মেলা বন্ধ রাখা হয়েছিল। এরপর গত দু’বছর ধরে ২০২১ ও ২০২২ সালে বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতীর উপাচার্য থাকাকালীন পূর্বপল্লীর মাঠে পৌষ মেলার আয়োজন করতে দেওয়া হয়নি। তখন বিকল্প ব্যবস্থা হিসেবে ডাকবাংলো মাঠে মেলার আয়োজন করা হয়েছিল। সম্প্রতি বিশ্বভারতীর উপাচার্য হিসেবে বিদ্যুৎ চক্রবর্তীর কার্যকালের মেয়াদ ফুরিয়েছে। আর তারপরই ফের ঐতিহ্যবাহী এই মেলা বসছে পূর্ব পল্লীর মাঠেই।
বিশ্বভারতীতে বিদ্যুৎ-পরবর্তী জমানায় ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সঞ্জয় কুমার মল্লিক। দায়িত্ব গ্রহণের পর তাঁর তত্ত্বাবধানে শুক্রবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠকে পূর্ব পল্লীর মাঠে পৌষ মেলার আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও আগের মতো বড় আকারে আয়োজন নয়। পরিবেশ আদালেতর দূষণবিধি মেনে ছোট করে আয়োজিত হতে চলেছে পৌষ মেলা। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, শুক্রবার প্রায় ২ ঘণ্টা ধরে বিশ্বভারতীর কর্মসমিতির বৈঠক চলে। সেই বৈঠক শেষে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্বভারতী। সেখানেই পূর্ব পল্লীর মাঠে পৌষ মেলার আয়োজনের বিষয়ে সিদ্ধান্তের কথা জানানো হয়। উল্লেখ করা হয়েছে, পরিবেশ আদালতের গাইউলাইন মেনেই আয়োজন করা হবে শান্তিনিকেতনের পৌষ মেলা।