Bidyut Chakraborty: ‘বিদ্যুৎ-মুক্ত’ বিশ্বভারতী, উচ্ছ্বসিত অধ্যাপকদের একাংশ

হিমাদ্রী মণ্ডল | Edited By: অংশুমান গোস্বামী

Nov 08, 2023 | 9:55 PM

Visva Bharati VC: উপাচার্য বিদ্যুতের বিদায়বেলায় রীতিমতো মিষ্টি বিতরণ করা হল বিশ্বভারতীতে। অধ্যাপকদের একাংশই এই মিষ্টি বিতরণ করেছেন। বিদ্যুতের বিদায় নিয়ে বেশ উল্লসিত দেখিয়েছে তাঁদের। অধ্যাপকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। সেখানে ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিককে শুভেচ্ছা জানানোর পাশাপাশি লেখা হয়েছে, “শুধুমাত্র কাগজের পরিবর্তে ছাত্র ছাত্রীদের কথা ভাবার অনুরোধ রইল।”

Bidyut Chakraborty: বিদ্যুৎ-মুক্ত বিশ্বভারতী, উচ্ছ্বসিত অধ্যাপকদের একাংশ
উপাচার্য হিসাবে বিদ্যুতের মেয়ার শেষ হতেই মিষ্টিমুখ বিশ্বভারতীতে।
Image Credit source: TV9 Bangla

Follow Us

বোলপুর: মেয়াদ শেষ হল বিশ্বভারতীর উপাচার্য হিসাবে বিদ্যুৎ চক্রবর্তীর। উপাচার্য হিসাবে শেষ দিন ছিল বুধবার। বিশ্বভারতীয় উপাচার্য হিসাবে বারবার বিতর্কে জড়িয়েছিলেন তিনি। একাধিক বিষয়ে আশ্রমিক, রাজ্য সরকারের সঙ্গে মতানৈক্য তৈরি হয়েছিল তাঁর। এমনকি তাঁর আমলে বিশ্বভারতীয় বেশ কিছু পদক্ষেপ নিয়ে অসন্তোষও দেখা গিয়েছিল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। সব মিলিয়ে বুধবার শেষ হল উপাচার্য হিসাবে বিদ্যুতের বর্ণময় অধ্যায়।

বিদ্যুতের মেয়াদ শেষ হওয়ায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হিসাবে উঠে এসেছে সঞ্জয় কুমার মল্লিকের নাম। আগামীকাল, বৃহস্পতিবার থেকে বিশ্বভারতীর দায়িত্বভার তিনি সামলাবেন বলে জানা গিয়েছে বিশ্ববিদ্যালয় সূত্রে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে এ নিয়ে চিঠি দিয়ে সঞ্জয় মল্লিককে দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছেন।

উপাচার্য বিদ্যুতের বিদায়বেলায় রীতিমতো মিষ্টি বিতরণ করা হল বিশ্বভারতীতে। অধ্যাপকদের একাংশই এই মিষ্টি বিতরণ করেছেন। বিদ্যুতের বিদায় নিয়ে বেশ উল্লসিত দেখিয়েছে তাঁদের। অধ্যাপকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। সেখানে ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিককে শুভেচ্ছা জানানোর পাশাপাশি লেখা হয়েছে, “শুধুমাত্র কাগজের পরিবর্তে ছাত্র ছাত্রীদের কথা ভাবার অনুরোধ রইল।”

বিদ্যুতের বিদায় প্রসঙ্গে বিশ্বভারতীর এক অধ্যাপক বলেছেন, “আমাদের উপর গত পাঁচ বছর ধরে যে জগদ্দল পাথর চেপে ছিল তা আজ সরে গেল। বিশ্বভারতী আজ বিদ্যুৎ-মুক্ত। সেই সঙ্গে আমাদেরই এক জন সহকর্মী, প্রকৃত অর্থেই অধ্যাপক, সঞ্জয় কুমার মল্লিকের উপাচার্য হওয়ার কথা। এটা আনন্দের কথা। এই আনন্দেই আমরা মিষ্টিমুখ করছি।” বিদ্যুতের বিদায় নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি নেতা অনুপম হাজরাও। তিনি লিখেছেন, “কথা দিয়েছিলাম পরিবর্তন হবে… কথা রাখলাম… বিশ্বভারতীর নতুন উপাচার্যকে স্বাগত জানাই।”

বোলপুরে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষের খবর ছড়াতেই মিষ্টিমুখ শুরু হয়েছিল বিশ্বভারতীর অন্দরে। বিদ্যুৎ বিশ্বভারতী চত্বর ছাড়তেই মৃতদেহের প্রতিকৃতি সাজিয়ে বাঁশের মাঁচাতে করে কৃষ্ণ নাম সহকারে শোভাযাত্রা বের করা হল। বিশ্বভারতী চত্বরেই এই শোভাযাত্রা ঘুরছে।

Next Article